Jawan Creates History: সিনেমা দেখামাত্রই টিকিটের টাকা ফেরতের লাইন
গোটা বিশ্ব এখন 'জওয়ান' জ্বরে কাবু। এমনই সময় ইংল্যান্ডের এক সিনেমাহলে দর্শকদের বিক্ষোভ, ছবি দেখে সকলেই চাইলেন টাকা ফেরত। কেন জানেন? কারণ সেই সিনেমাহল ছবির প্রথম অংশ চালাতেই ভুলে গিয়েছিল। ফলে ছবির দ্বিতীয় অংশ দেখেন দর্শকেরা, বিরতিতেই ছবি শেষ। তাতেই বিপত্তি।
‘জওয়ান’ দেখে ক্ষুব্ধ দর্শক?
গোটা বিশ্ব এখন ‘জওয়ান’ জ্বরে কাবু। এমনই সময় ইংল্যান্ডের এক সিনেমাহলে দর্শকদের বিক্ষোভ, ছবি দেখে সকলেই চাইলেন টাকা ফেরত। কেন জানেন? কারণ সেই সিনেমাহল ছবির প্রথম অংশ চালাতেই ভুলে গিয়েছিল। ফলে ছবির দ্বিতীয় অংশ দেখেন দর্শকেরা, বিরতিতেই ছবি শেষ। তাতেই বিপত্তি।
ছয় দিনে ৬০০ কোটি
শাহরুখ খান যেন বলিউড বক্স অফিসে তুরুপের তাস। ‘পাঠান’ ছবি যে ঝড় তুলেছিল, তাকে ছাপিয়ে ‘জওয়ান’ এখন একের পর এক ইতিহাস গড়ে চলেছে। মাত্র ৬ দিনে বিশ্ব জুড়ে এই ছবি ঘরে তুলল ৬০০ কোটি টাকা। ভারতের বুকে সাড়ে তিনশো কোটি আয় ছবির।
মোদীর হয়ে সরব কঙ্গনা
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পানীয় গ্লাস ধরার কায়দা শেখাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডন। তারপর থেকেই ট্রোল শুরু নেটদুনিয়ায়। তবে তা সহ্য করলেন না কঙ্গনা রানাওয়াত। স্পষ্ট প্রশ্ন তুললেন, জো বাইডেন কি মাটিতে বসে খেতে পারবেন?
এ কী বললেন অনুরাগ?
সম্প্রতি যৌন সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন পরিচালক অনুরাগ কশ্যপ। পরিচালকের কথায়, “২০২৩ সালে দাঁড়িয়েও সেক্স বা যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলাটা সহজভাবে মানতে পারে না ভারতীয়রা। এটা আজও ট্যাবু হয়েই রয়ে গিয়েছে আমাদের সমাজে।”
এবার ফের ভূতের চরিত্রে পরান
নানা স্বাদের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। এবার ফের তাঁকে দেখা যাবে একটি ভূতের চরিত্রে। এটি নতুন পরিচালক সূর্য ভট্টাচার্যর প্রথম ছবি ‘সাহেব রাজার বাড়ি’। সাহেব রাজা, অর্থাৎ বিভূতিনারায়ণ চৌধুরীর চরিত্রে পরান। সে একজন ভূত। পরিচালক মনে করেন, পরান বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এই চরিত্র কিছুতেই হত না।
ইউভানের জন্মদিন
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের জন্মদিন বলে কথা। ব্যাটমানের পোশাকে হাজির হয়েছিল ছোট্ট ইউভান। বাবা-মায়ের পোশাকেও ছিল রঙমিলান্তি। থিম জুড়ে ব্যাটম্যান প্রাধান্য পেলেও হাজির ছিল সুপারম্যানও! ছোট কাপকেক থেকে শুরু করে, দোতলা ব্যাটম্যান থিমড কেক–বাদ গেল না কিছুই।
বোনকে হারালেন সাহেব
মঙ্গলবার মধ্যরাতে আচমকাই এক জরুরী পোস্ট করেছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন তাঁর বোনের ডেঙ্গি হয়েছে। A পজিটিভ রক্ত চাই। অভিনেতার আবেদনে সাড়া দিয়েছিলেন অনেকেই। তবে শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন সাহেব চট্টোপাধ্যায়ের বোনের।
দেবাদ্রিতার কাছে স্ট্রাগেল কী?
‘জয়ী’ সিরিয়ালের দেবাদ্রিতাকে মনে আছে? চাকদহের এই মেয়ের কাছে স্ট্রাগল হল রোজকার দুঃখকে সরিয়ে সদা হাস্যময়ী হয়ে নিজেকে উপস্থাপন করা। তিনি বলেছিলেন, “আমি মনে করি হাই হিল পরে দাঁড়িয়ে থাকাটাও একটা স্ট্রাগল।”
প্রয়াত অভিনেতা সতিন্দর কুমার খোসলা
মঙ্গলবার বিকেলে, অর্থাৎ ১২ সেপ্টেম্বর মৃত্যু ঘটে অভিনেতা সতিন্দর কুমার খোসলা, ওরফে বীরবলের। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ৮০ বছর বয়সি প্রবীণ বলিউড অভিনেতার। অভিনয় করেছিলেন ‘শোলে’, ‘রোটি কপড়া অউর মকান’, ‘নসিব’, ‘ইয়ারানা’, ‘হম হ্যা রাহি পেয়ার কে’-র মতো ছবিতে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।