FIFA World Cup 2022: বিশ্বকাপে ঝড় তোলা মডেল ইভানা এ বার TV9 বাংলায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 09, 2023 | 3:47 PM

বিশ্বকাপের সেরার সেরা গ্যালারি সেনসেশন ইভানা নল এ বার TV9 বাংলার মুখোমুখি। এ বারের বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা নিয়ে কী বললেন সুন্দরী ইভানা, দেখে নিন এই ভিডিয়োতে।

দোহা: ইভানা নলের (Ivana Knoll) সঙ্গে একটা সেলফি যেন কাতারের (Qatar) গ্যালারির জাতীয় আবদার হয়ে উঠেছিল। তাঁর দেশ ক্রোয়েশিয়া বিদায় নিয়েছে চলতি বিশ্বকাপ (FIFA World Cup) থেকে। কিন্তু তিনি বিদায় নেননি। ফ্রান্স-মরক্কো ম্যাচ দেখতে হাজির ছিলেন ইভানা। তবে পরনে ক্রোয়েশিয়ার জার্সির রঙের পোশাক নয়। কালো পোশাক। যৌন আবেদন যেন ঠিকরে বেরোচ্ছে। আল বায়াত স্টেডিয়াম প্রথমে তো চিনতেই পারেনি ইভানাকে। ম্যাচের শেষে বিশ্বকাপের সেরার সেরা গ্যালারি সেনসেশন ইভানা নল এ বার TV9 বাংলার মুখোমুখি। এ বারের বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা নিয়ে কী বললেন সুন্দরী ইভানা, দেখে নিন এই ভিডিয়োতে।

Published on: Dec 16, 2022 01:24 PM