Rabindra Jayanti: ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, না বললে বুঝবেন না!
ফলকে এখনও ঝলক দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। রয়েছে পরেশ পালের নাম। এবং লোকাল কাউন্সিলরের নাম। ফলাও করে। কিন্তু যাঁর মূর্তি প্রতিষ্ঠার জন্য এত কান্ড, তাঁর কী দশা দেখুন...
ফলকে এখনও ঝলক দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। রয়েছে পরেশ পালের নাম। এবং লোকাল কাউন্সিলরের নাম। ফলাও করে। কিন্তু যাঁর মূর্তি প্রতিষ্ঠার জন্য এত কান্ড, তাঁর কী দশা দেখুন…
ভাঙাচোরা । রঙচটা। যাঁরা দেখছেন তাঁরা কী বলছেন… ফুটপাথবাসী ছোট্ট মেয়ে অঞ্জলি বলে ,”প্রতিদিন এরকমভাবেই পড়ে থাকেন রবীন্দ্রনাথ।” বাসের কন্ডাক্টর বললেন, “একটা মালা পরানোর কথাও মনে নেই। বাংলায় আর কিছু হবে না।” শহর ভরে আছে মূর্তিতে।ফাইবারের মূর্তি। খরচ নেহাত কম নয়। ঢাক ঢোল পিটিয়ে প্রতিষ্ঠা করে তারপর আর খেয়াল থাকে না। এতটাই বেখেয়াল যে পঁচিশে বৈশাখেও এই অবস্থা? রবি ঠাকুরের মূর্তির আশেপাশে ভগিনী নিবেদিতার মূর্তির দশাও একইরকম। ফাইবারের মূর্তি। রঙ চটা । ধুলো ময়লা।