RadCity Electric Bicycle: বাইকের চেয়ে বেশি মাইলেজ সাইকেলের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 10, 2023 | 2:39 PM

বাজারে এসেছে র‍্যাডসিটি ফাইভ ইলেকট্রিক সাইকেল। অনেক তাবড় তাবড় বাইকের চেয়ে এই সাইকেলের মাইলেজ বেশি। ১ বার চার্জ করলে এই সাইকেল ছোটে ৮০ কিলোমিটার। এতে আছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। সাইকেলটির দুটি মডেল র‍্যাডসিটি ৫ প্লাস ও র‍্যাডসিটি ৫ স্টেপ থ্রু। সাইকেলের ফ্রেমেই আছে ব্যাটারি।

Follow Us

বাজারে এসেছে র‍্যাডসিটি ফাইভ ইলেকট্রিক সাইকেল। অনেক তাবড় তাবড় বাইকের চেয়ে এই সাইকেলের মাইলেজ বেশি। ১ বার চার্জ করলে এই সাইকেল ছোটে ৮০ কিলোমিটার। এতে আছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। আছে ৭৫০ ওয়াটের মোটর। সাইকেলটির দুটি মডেল র‍্যাডসিটি ৫ প্লাস ও র‍্যাডসিটি ৫ স্টেপ থ্রু। সাইকেলের ফ্রেমেই আছে ব্যাটারি। ৫ লেভেলের পেডাল অ্যাসিস্ট্যান্স সিস্টেমে আছে ১২টি ম্যাগনেট সেন্সর। সাইকেলটির দাম ১,৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় দাম ১ লক্ষ ৬৫ হাজার টাকা। মোটর সাইকেল বা ইলেকট্রিক স্কুটির চেয়ে এই দাম অনেকটাই কম। অথচ সাইকেলটির মাইলেজ স্কুটি বা বাইকের ছেয়ে অনেকটাই বেশি। শহরাঞ্চলে বেশ জনপ্রিয় ও কার্যকর হবে এই সাইকেল। এমনই আশা প্রস্তুতকারক সংস্থার। তাঁরা এই সাইকেলকে নেক্সট জেনারেশন সিকেল বলে দাবি করছেন।

বাজারে এসেছে র‍্যাডসিটি ফাইভ ইলেকট্রিক সাইকেল। অনেক তাবড় তাবড় বাইকের চেয়ে এই সাইকেলের মাইলেজ বেশি। ১ বার চার্জ করলে এই সাইকেল ছোটে ৮০ কিলোমিটার। এতে আছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। আছে ৭৫০ ওয়াটের মোটর। সাইকেলটির দুটি মডেল র‍্যাডসিটি ৫ প্লাস ও র‍্যাডসিটি ৫ স্টেপ থ্রু। সাইকেলের ফ্রেমেই আছে ব্যাটারি। ৫ লেভেলের পেডাল অ্যাসিস্ট্যান্স সিস্টেমে আছে ১২টি ম্যাগনেট সেন্সর। সাইকেলটির দাম ১,৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় দাম ১ লক্ষ ৬৫ হাজার টাকা। মোটর সাইকেল বা ইলেকট্রিক স্কুটির চেয়ে এই দাম অনেকটাই কম। অথচ সাইকেলটির মাইলেজ স্কুটি বা বাইকের ছেয়ে অনেকটাই বেশি। শহরাঞ্চলে বেশ জনপ্রিয় ও কার্যকর হবে এই সাইকেল। এমনই আশা প্রস্তুতকারক সংস্থার। তাঁরা এই সাইকেলকে নেক্সট জেনারেশন সিকেল বলে দাবি করছেন।

Next Video