RadCity Electric Bicycle: বাইকের চেয়ে বেশি মাইলেজ সাইকেলের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 10, 2023 | 2:39 PM

বাজারে এসেছে র‍্যাডসিটি ফাইভ ইলেকট্রিক সাইকেল। অনেক তাবড় তাবড় বাইকের চেয়ে এই সাইকেলের মাইলেজ বেশি। ১ বার চার্জ করলে এই সাইকেল ছোটে ৮০ কিলোমিটার। এতে আছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। সাইকেলটির দুটি মডেল র‍্যাডসিটি ৫ প্লাস ও র‍্যাডসিটি ৫ স্টেপ থ্রু। সাইকেলের ফ্রেমেই আছে ব্যাটারি।

বাজারে এসেছে র‍্যাডসিটি ফাইভ ইলেকট্রিক সাইকেল। অনেক তাবড় তাবড় বাইকের চেয়ে এই সাইকেলের মাইলেজ বেশি। ১ বার চার্জ করলে এই সাইকেল ছোটে ৮০ কিলোমিটার। এতে আছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। আছে ৭৫০ ওয়াটের মোটর। সাইকেলটির দুটি মডেল র‍্যাডসিটি ৫ প্লাস ও র‍্যাডসিটি ৫ স্টেপ থ্রু। সাইকেলের ফ্রেমেই আছে ব্যাটারি। ৫ লেভেলের পেডাল অ্যাসিস্ট্যান্স সিস্টেমে আছে ১২টি ম্যাগনেট সেন্সর। সাইকেলটির দাম ১,৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় দাম ১ লক্ষ ৬৫ হাজার টাকা। মোটর সাইকেল বা ইলেকট্রিক স্কুটির চেয়ে এই দাম অনেকটাই কম। অথচ সাইকেলটির মাইলেজ স্কুটি বা বাইকের ছেয়ে অনেকটাই বেশি। শহরাঞ্চলে বেশ জনপ্রিয় ও কার্যকর হবে এই সাইকেল। এমনই আশা প্রস্তুতকারক সংস্থার। তাঁরা এই সাইকেলকে নেক্সট জেনারেশন সিকেল বলে দাবি করছেন।