Purba Medinipur News: ‘মিটিংয়ে না এলে পা ভেঙে দেওয়া হবে’

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 17, 2023 | 10:02 PM

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় র‌্যাগিং? দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি। অভিযোগের তীর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় র‌্যাগিং ? দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি। অভিযোগের তীর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের ইংরেজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রদীপ কুমার ঘনা। অভিযোগ ২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার সমাবেশে তাকে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়ার হচ্ছে। রাজি না হওয়ায় ফোনে পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে ওই পড়ুয়া কলেজে যেতে পারছেন না। অভিযোগ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগে নিয়ে কলেজের অধ্যক্ষ ও কলেজের অ্যান্টি র‌্যাগিং সেলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা। যদিও কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দেওয়ার জন্য কাউকে চাপ দেওয়ার হয়নি। এই অভিযোগে মিথ্যা। তাকে পা ভেঙে দেওয়ার কথা বলা হলেও সেটা বন্ধুত্বের ছলে বলা হয়েছে।

Published on: Aug 17, 2023 09:39 PM