Viral Video: শিশুর প্রাণ বাঁচালেন রেলকর্মী, ভাইরাল ভিভিএস লক্ষ্মণের একটি ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 23, 2023 | 7:29 PM

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে,স্টেশনে দাঁড়িয়ে তখন সেই মায়ের অসহায় অবস্থা। এদিকে ট্রেনও হর্ন বাজাতে বাজাতে স্টেশনের দিকেই আস্তে আস্তে এগিয়ে আসে। সেই সময় পয়েন্টসম্যান ময়ূর দূর থেকে দৌড়তে-দৌড়তে গিয়ে বাচ্চাটিকে প্রাণে বাঁচান

Follow Us

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের একটি ভিডিয়ো ভাইরাল। লক্ষ্মণের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল,রেলওয়ে স্টেশনে মায়ের হাত ধরে হাঁটছিল ছোট্ট ছেলেটি। কিন্তু মা যেহেতু দৃষ্টিহীন। হঠাৎই ছেলেকে নিয়ে হাঁটতে-হাঁটতে তিনি রেলওয়ে ট্র্যাকের দিকে এগিয়ে যান। ছেলেটা যখনই নিচে পড়ে যায়,তখন তিনি বুঝতে পারেন,ভুল পথে হাঁটছিলেন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে,স্টেশনে দাঁড়িয়ে তখন সেই মায়ের অসহায় অবস্থা। এদিকে ট্রেনও হর্ন বাজাতে বাজাতে স্টেশনের দিকেই আস্তে আস্তে এগিয়ে আসে। সেই সময় পয়েন্টসম্যান ময়ূর দূর থেকে দৌড়তে-দৌড়তে গিয়ে বাচ্চাটিকে প্রাণে বাঁচান। রেলওয়ে দফতর তাঁকে নগদ টাকা দিয়েছে। সংবাদমাধ্যম ময়ূর দাবি করেন,’আমি বুঝতে পেরেছি যে,এই বাচ্চাটি দরিদ্র পরিবারের। তাকে যথাযথ শিক্ষা দিয়ে শিক্ষিত করার আর্থিক ক্ষমতা তার মায়ের নেই। তাই,আমি সিদ্ধান্ত নিয়েছি,যে পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পেয়েছি,তার অর্ধেক টাকা বাচ্চাটির পড়াশোনার জন্য দিয়ে দেব’। প্রাক্তন ভারতীয় ব্যাটার লক্ষ্মণের দৌলতে অনেকেই আবার নতুন করে চিনলেন ময়ূর শেরকে নামের ব্যক্তিটিকে। ভিভিএস লক্ষ্মণ এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে লিখছেন,’ময়ূর শেল্কের প্রতি কৃতজ্ঞতা জানাই। যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন দৃষ্টিহীন মায়ের ৬ বছরের শিশুর জীবন বাঁচিয়েছিলেন’। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কেউ ‘আজকের নায়ক’ বলেছেন। কেউ আবার তাঁকে ‘দেবদূত’ আখ্যাও দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের একটি ভিডিয়ো ভাইরাল। লক্ষ্মণের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল,রেলওয়ে স্টেশনে মায়ের হাত ধরে হাঁটছিল ছোট্ট ছেলেটি। কিন্তু মা যেহেতু দৃষ্টিহীন। হঠাৎই ছেলেকে নিয়ে হাঁটতে-হাঁটতে তিনি রেলওয়ে ট্র্যাকের দিকে এগিয়ে যান। ছেলেটা যখনই নিচে পড়ে যায়,তখন তিনি বুঝতে পারেন,ভুল পথে হাঁটছিলেন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে,স্টেশনে দাঁড়িয়ে তখন সেই মায়ের অসহায় অবস্থা। এদিকে ট্রেনও হর্ন বাজাতে বাজাতে স্টেশনের দিকেই আস্তে আস্তে এগিয়ে আসে। সেই সময় পয়েন্টসম্যান ময়ূর দূর থেকে দৌড়তে-দৌড়তে গিয়ে বাচ্চাটিকে প্রাণে বাঁচান। রেলওয়ে দফতর তাঁকে নগদ টাকা দিয়েছে। সংবাদমাধ্যম ময়ূর দাবি করেন,’আমি বুঝতে পেরেছি যে,এই বাচ্চাটি দরিদ্র পরিবারের। তাকে যথাযথ শিক্ষা দিয়ে শিক্ষিত করার আর্থিক ক্ষমতা তার মায়ের নেই। তাই,আমি সিদ্ধান্ত নিয়েছি,যে পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পেয়েছি,তার অর্ধেক টাকা বাচ্চাটির পড়াশোনার জন্য দিয়ে দেব’। প্রাক্তন ভারতীয় ব্যাটার লক্ষ্মণের দৌলতে অনেকেই আবার নতুন করে চিনলেন ময়ূর শেরকে নামের ব্যক্তিটিকে। ভিভিএস লক্ষ্মণ এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে লিখছেন,’ময়ূর শেল্কের প্রতি কৃতজ্ঞতা জানাই। যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন দৃষ্টিহীন মায়ের ৬ বছরের শিশুর জীবন বাঁচিয়েছিলেন’। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কেউ ‘আজকের নায়ক’ বলেছেন। কেউ আবার তাঁকে ‘দেবদূত’ আখ্যাও দিয়েছেন।

Next Video