Air Conditioners: বাড়ছে গরম বাড়ছে এসি

Global Warming News: পৃথিবীর উষ্ণতা বাড়ছে রোজ। পাল্লা দিয়ে বাড়ছে মানুষের আয় এবং ক্রয় ক্ষমতাও। তাই ২০১০ থেকে ৩ গুণ বেশি এয়ারকন্ডিশনার বিক্রি হয়েছে সারা বিশ্বজুড়ে।

Air Conditioners: বাড়ছে গরম বাড়ছে এসি
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 2:35 PM

পৃথিবীর উষ্ণতা বাড়ছে রোজ। পাল্লা দিয়ে বাড়ছে মানুষের আয় এবং ক্রয় ক্ষমতাও। তাই ২০১০ থেকে ৩ গুণ বেশি এয়ারকন্ডিশনার বিক্রি হয়েছে সারা বিশ্বজুড়ে। এখন প্রতি ১০০ জনের মধ্যে ২৪ জনের বাড়িতে থাকে এয়ারকন্ডিশনার। আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে ২০১৯ থেকে ২০২২ কুলিংয়ের জন্য বিদ্যুতের ব্যবহার বেড়েছে।

২০১০ থেকে ২০২৩ বিদ্যুতের ব্যবহার বেড়েছে ২১%। এই ২১% এর ১০% খরচ হয়েছে এসির কারণে। ২০৫০ এর মধ্যে ৯% শক্তির খরচ বাড়বে কেবলমাত্র এয়ারকন্ডিশনারের কারণে। গত ৫ দশকে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বেড়েছে ভারতের গড় উষ্ণতা। ঘনঘন তাপ তরঙ্গ বা হিট ওয়েভের কবলে পড়েছে দেশ। ৭০০র বেশি তাপ তরঙ্গ বা হিট ওয়েভ হয়েছে ভারতে। এই সমস্ত হিট ওয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। তাপ তরঙ্গ বা হিট ওয়েভে মারা যান ১৭,০০০ এরও বেশি মানুষ।

Follow Us: