Raj Chakraborty's Plantation Campaign: গজাচ্ছে জোটের গাছ! অবাক হবেন না , নিজের চোখেই দেখুন।

Raj Chakraborty’s Plantation Campaign: গজাচ্ছে জোটের গাছ! অবাক হবেন না , নিজের চোখেই দেখুন।

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 31, 2023 | 2:48 PM

ইন্ডিয়া। আই এন ডি আই এ। একেকটি চারা গাছে একেকটি অক্ষর । ঠিক এভাবেই গাছ বসালেন রাজ চক্রবর্তী। ওয়েসলি হিন্দুস্থানী হাই স্কুল গ্রাউন্ডে তৃণমূল ভাইস প্রেসিডেন্ট তাপস ভকত এর উদ্যোগে I.N.D.I.A বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হলো ।

ইন্ডিয়া। আই এন ডি আই এ। একেকটি চারা গাছে একেকটি অক্ষর । ঠিক এভাবেই গাছ বসালেন রাজ চক্রবর্তী। ওয়েসলি হিন্দুস্থানী হাই স্কুল গ্রাউন্ডে তৃণমূল ভাইস প্রেসিডেন্ট তাপস ভকত এর উদ্যোগে I.N.D.I.A বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হলো । উদ্যোক্তারা এই প্রতীকী বৃক্ষ রোপণের মাধ্যমে
বার্তা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী আসল গাছটি রোপণ করেছেন। দেশের স্বার্থে। দশের স্বার্থে। গাছ যেমন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে আমাদের, ঠিক তেমনই india জোট অক্সিজেন দেবে দেশের মানুষকে। অরাজকতা শেষ হবে। মানুষ ফ্রি ভাবে নিশ্বাস নেবে। INDIA বৃক্ষ সেই কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন দেবে দেশের মানুষকে।গাছ রোপণ অনেক জায়গাতেই হয়। কিন্তু তার পর? রক্ষণাবেক্ষণ? এক্ষেত্রে গাছের যত্ন নিতে কোনও গাফিলতি হবে না জানাচ্ছেন উদ্যোক্তারা।

Published on: Jul 31, 2023 02:29 PM