Ram Mandir Ayodhya: রাম মন্দির উদ্বোধনের দিন কী হচ্ছে পুরীতে?

rahul Sadhukhan |

Jan 22, 2024 | 4:02 PM

রাম মন্দির উদ্বোধনের দিন কী ছবি জগন্নাথ ধামে? পুরী থেকে আমাদের প্রতিনিধির বিশেষ রিপোর্ট।

Follow Us

 

অযোধ্যায় রাম মন্দিরের সাজ সাজ রব। রাম মন্দিরের উদ্বোধনে আসছেন ৫৫ দেশের রাষ্ট্রদূত ও এমপিরা। এবার দেখা যাক পুরীর মন্দিরের দিকে।ভোরের আলো ফুটতে না ফুটতেই পুরীর মন্দিরের গেরুয়া সাজ গাঁদার মালায় সাজানো হল মন্দির। জয় জগন্নাথ ধ্বনির পাশাপাশি আজ শোনা যাচ্ছে, জয় শ্রীরাম জয়ধ্বনি। রাম নাম গান।

দক্ষিণ দুয়ার প্রান্তে হনুমানজির মন্দিরের সামনে সকালেই ভক্তদের ভিড় পর্যটক স্থানীয় মানুষজন এমনকি পুরি মন্দিরের পান্ডারাও রাম নাম জপ করছেন।

পুরীতেও প্রদীপ জ্বলছে ভোরবেলা থেকে। প্রধানমন্ত্রীর অকাল দীপাবলির প্রস্তুতি। সকাল থেকেই ঘিয়ের প্রদীপ হাতে স্থানীয় বাসিন্দারা। বাড়িতে এবং মন্দিরে। পুরীর ভক্তরাও অযোধ্যায় রাম মন্দিরের দিকে তাকিয়ে আছেন। এখানেও জয় শ্রীরাম জয়ধ্বনি শোনা যাচ্ছে।

 

অযোধ্যায় রাম মন্দিরের সাজ সাজ রব। রাম মন্দিরের উদ্বোধনে আসছেন ৫৫ দেশের রাষ্ট্রদূত ও এমপিরা। এবার দেখা যাক পুরীর মন্দিরের দিকে।ভোরের আলো ফুটতে না ফুটতেই পুরীর মন্দিরের গেরুয়া সাজ গাঁদার মালায় সাজানো হল মন্দির। জয় জগন্নাথ ধ্বনির পাশাপাশি আজ শোনা যাচ্ছে, জয় শ্রীরাম জয়ধ্বনি। রাম নাম গান।

দক্ষিণ দুয়ার প্রান্তে হনুমানজির মন্দিরের সামনে সকালেই ভক্তদের ভিড় পর্যটক স্থানীয় মানুষজন এমনকি পুরি মন্দিরের পান্ডারাও রাম নাম জপ করছেন।

পুরীতেও প্রদীপ জ্বলছে ভোরবেলা থেকে। প্রধানমন্ত্রীর অকাল দীপাবলির প্রস্তুতি। সকাল থেকেই ঘিয়ের প্রদীপ হাতে স্থানীয় বাসিন্দারা। বাড়িতে এবং মন্দিরে। পুরীর ভক্তরাও অযোধ্যায় রাম মন্দিরের দিকে তাকিয়ে আছেন। এখানেও জয় শ্রীরাম জয়ধ্বনি শোনা যাচ্ছে।

Next Video