বাংলার বুকে এবার রাম মন্দির! কাজ শুরু কবে থেকে?

|

Dec 12, 2025 | 3:22 PM

Ram Navami in Kolkata: রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরি হবে। জায়গার অভাব হবে না বলেই দাবি তাঁর। তিনি বলেন, "অনেকেই জমি দেবেন বলেছেন। জমি আছে। ঠিক সময়ে আমরা জানাব কোথায় হবে।  কেউ মূর্তি দেবেন, কেউ জমি দেবেন, কেউ অর্থ দেবেন।"

বাবরি মসজিদের পর বাংলায় এবার রাম মন্দির। সল্টলেকের বুকে তৈরি হবে রাম মন্দির। রামনবমীর দিন বিধাননগরে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যানার পড়ে গিয়েছে ইতিমধ্যে। মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রা। তিনি জানিয়েছেন, গোটা দেশের সনাতনীরা উপস্থিত হবেন ওই মন্দিরের শিলান্যাসে। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরি হবে। জায়গার অভাব হবে না বলেই দাবি তাঁর। তিনি বলেন, “অনেকেই জমি দেবেন বলেছেন। জমি আছে। ঠিক সময়ে আমরা জানাব কোথায় হবে।  কেউ মূর্তি দেবেন, কেউ জমি দেবেন, কেউ অর্থ দেবেন।”