ত্রিপুরায় বেজে গিয়েছে ভোটের দামামা। পড়শি রাজ্যে আবার কী ফুটবে পদ্ম? নাকি লাল ঝড় করবে প্রত্যাবর্তন? কেমন খেল দেখাবে তৃণমূল? রাজনীতির আলোচনা এখন তুঙ্গে ত্রিপুরায়। আর তার মাঝেই ত্রিপুরার অন্য খবর দেখাবো আমরা। যেই খবর মন ভাল করার খবর। আগরতলা স্টেশনের কাছেই এই রামকৃষ্ণ মিশনের শিল্প শিক্ষালয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এসেছিলেন এখানে। শিল্প প্রযুক্তিতে রাজ্যে প্রথম । শুরুর ইতিহাস আকর্ষনীয়। চিনা আলো নয় স্বদেশী আলো জ্বালাতে বদ্ধপরিকর মিশন কর্তৃপক্ষ।উপজাতি সম্প্রদায়ের বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার ভোকেশনাল ট্রেনিং সেন্টার হিসেবে শুরু। আজ ত্রিপুরার এক নম্বর আইটিআই।ত্রিপুরার পল্লীমঙ্গল গেলে সংগ্রহ করতে পারেন দীপ্ত প্রদীপ্ত আলো। আলো দেখাচ্ছে ত্রিপুরা। সেই স্বদেশী আলোর প্রস্তুতি শিবির ঘুরে দেখলাম আমরা, টিভি নাইন বাংলা।