Ranbir Kapoor: রণবীরের প্লে-লিস্টে কোন গান?
আর কিছুদিন বাদেই রালিয়ার সন্তান রাহার প্রথম জন্মদিন। নিজেদের ব্যস্ততার মধ্যেই অভিভাবকত্ব উপভোগ করছেন বাবা রণবীর ও মা আলিয়া। মা আলিয়া প্রতিদিন একটা করে মেল লিখছেন মেয়ে রাহাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান তাঁর প্লে লিস্টে আছে কোন গান।
আর কিছুদিন বাদেই রালিয়ার সন্তান রাহার প্রথম জন্মদিন। নিজেদের ব্যস্ততার মধ্যেই অভিভাবকত্ব উপভোগ করছেন বাবা রণবীর ও মা আলিয়া। মা আলিয়া প্রতিদিন একটা করে মেল লিখছেন মেয়ে রাহাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান তাঁর প্লে লিস্টে আছে কোন গান। কন্যা রাহা কাপুরের জন্য রণবীরের প্লে লিস্ট গানে ভর্তি। আছে বেশ কিছু নার্সারি রাইমসও।
প্রতি ঘণ্টায় রাহার সঙ্গে রণবীর শোনেন ‘বেবি শার্ক’। রাহা দেখে কোকোমেলনের ভিডিয়ো। প্লে লিস্টে আছে সেসব গানও। ২০২২ এর ৬ নভেম্বর জন্ম হয় রাহার। সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেন রণবীর। রণবীর তাঁর কন্যার সঙ্গে ফুটবল খেতে চান। আলিয়া চান মেয়ে যেন বিজ্ঞানী হয়। তবে বাবা তাঁর কন্যার ওপরে কোনও রকমের প্রত্যাশার চাপ দিতে চান না। বাবা চান মেয়ে যেন সহজ সাবলীল ভাবে বড় হয়।