RBI New Rule: ফিক্সড ডিপোজিটে বড় বদল আনল আরবিআই

| Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 3:03 PM

ফিক্সড ডিপোজিটের নিয়মে বড় পরিবর্তন। ফিক্সড ডিপোজিটের নিয়মে বড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এতদিন ১৫ লক্ষ টাকার বেশি স্থায়ী আমানতে মেয়াদ শেষের আগে টাকা তুলতে পারতেন না গ্রাহকরা। এবার সেই সীমা ১ কোটি টাকা করা হল। এখন থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানতেও মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

ফিক্সড ডিপোজিটের নিয়মে বড় পরিবর্তন। ফিক্সড ডিপোজিটের নিয়মে বড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এতদিন ১৫ লক্ষ টাকার বেশি স্থায়ী আমানতে মেয়াদ শেষের আগে টাকা তুলতে পারতেন না গ্রাহকরা। এবার সেই সীমা ১ কোটি টাকা করা হল। এখন থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানতেও মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

নতুন নিয়মটি অবিলম্বে কার্যকর হবে। নন কলেবিলিটি অব ডিপোজিটে এই সুবিধা নেই। তবে সেক্ষেত্রে মেয়াদ, অঙ্ক ও সুদের হার ভিন্ন ধার্য হবে। আইসিআইসিআই ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার ৭.৬০% । পিএনবিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫% । স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় স্থায়ী আমানতে সুদের হার ৭.৫০% । এইচডিএফসি ব্য়াঙ্কের স্থায়ী আমানতে সুদের হার ৭.৭৫% ।