Real Estate News: ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রিয়েল এস্টেট ব্যবসা

rahul Sadhukhan |

Dec 17, 2023 | 7:24 PM

করোনার প্রকোপ কমতেই আবার ঘুরে দাঁড়িয়েছে দেশের রিয়েল এস্টেট ব্যবসা। যার ফল মিলছে প্রতি বছর। বছর শেষে রিয়েল এস্টেট ব্যবসার একটি পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। যাতে স্পষ্ট, কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এদেশের রিয়েল এস্টেট ব্যবসা।

কোভিডের সময় ধাক্কা খেয়েছিল ভারতে রিয়েল এস্টেট ব্যবসা। করোনার প্রকোপ কমতেই আবার ঘুরে দাঁড়িয়েছে দেশের রিয়েল এস্টেট ব্যবসা। যার ফল মিলছে প্রতি বছর। বছর শেষে রিয়েল এস্টেট ব্যবসার একটি পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। যাতে স্পষ্ট, কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এদেশের রিয়েল এস্টেট ব্যবসা।

 

২০২২ রিয়েল এস্টেটের ব্য়বসার পরিমাণ ছিল ৩.২৭ লক্ষ কোটি টাকা । ২০২৩ রিয়েল এস্টেট ব্যবসার পরিমাণ ৪.৫ লক্ষ কোটি টাকা । হিসেব বলছে- ৩৮শতাংশ বৃদ্ধি পেয়েছে বাড়ি ব্যবসা। এর থেকেও রয়েছে চমকপ্রদ তথ্য়। ২০২৩ সালে প্রথম ৯ মাসেই বাড়ি বিক্রি হয়েছে ২০২২-য়ের তুলনায় ৭ শতাংশ বেশি! ভারতের প্রথম ৭টি শহরে বাড়ি বিক্রি -৩ লক্ষ ৪৮হাজার ৭৭৬ কোটি টাকার। ২০২৩য়ের প্রথম ৯মাসের রিয়েল এস্টেট ব্যবসা বেঙ্গালুরু- ব্যবসা ৩৮.৫১৭ কোটি, পুনে- ব্যবসা ৩৯,৯৪৫ কোটি, হায়দরাবাদ-ব্যবসা ৩৫,৮০২ কোটি। পরিসংখ্যানেই স্পষ্ট, ভারতবাসীর বাড়ি কেনার ধুম বাড়ছে। পকেটে টাকা আসতেই প্রপারটি বাড়ানোর প্রচেষ্টায় এ দেশের আমজনতা।

Published on: Dec 17, 2023 07:21 PM