AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NCB Officer Recruitment: গোয়েন্দা আধিকারিক হতে চান?

NCB Officer Recruitment: গোয়েন্দা আধিকারিক হতে চান?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 29, 2023 | 9:58 PM

Share

Recruitment News: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মোট ৫২ টি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ২ টি শূন্যপদ।

ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মোট ৫২ টি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ২ টি শূন্যপদ। ভারতের বিভিন্ন রাজ্যেই নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অফলাইনেই করতে হবে আবেদন। স্বাক্ষরিত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। The Deputy director General (HQ),Narcotics Control Bureau, West Block No.1, Wing No.5, R.K.Puram, New Delhi-110066। ২১ মার্চ অবধি আবেদন করা যাবে । প্রতি মাসে বেতন মিলবে ৪৬ হাজার টাকা।

Published on: Mar 09, 2023 06:02 PM