Recruitment in Kolkata: কলকাতার চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ

Mar 28, 2023 | 7:06 PM

Recruitment in Kolkata: কলকাতার চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ

সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করছে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন। ফলে কলকাতার চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ। এই মর্মে কলকাতা ESIC-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন। ৫ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন ১,২৭,১৪১ টাকা। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমডি/এমএস/ডিএনবি পাশ করতে হবে প্রার্থীদের। এই পদে আবেদনের জন্য ৪৫ বছরের মধ্যে করতে হবে আবেদন। কোনও ফি দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অফলাইনে করতে হবে আবেদন। নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। ইমেলও করতে পারেন প্রার্থীরা। ইমেল পাঠানোর ঠিকানা- deanpgi-joka..wb@esic.nic.in। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, Office of the Dean, ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata-700104। জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিকস ও গাইনো ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৯ মার্চ। আরেকটি জেনারেল মেডিসিন পদে ১১ এপ্রিল অবধি করা যাবে আবেদন।

Published on: Mar 28, 2023 07:06 PM