Recruitment News: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর

Mar 13, 2023 | 8:23 PM

Recruitment News: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে খুলে গেল কর্ম সংস্থানের নতুন দিশা। ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। মাত্র ১ টি শূন্যপদের জন্য়ই নিয়োগ করা হচ্ছে। আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যল সায়েন্স/সোশিয়োলজি/সোশ্যাল অ্যানথ্রপোলজি/সোশ্য়াল ওয়ার্ক/রুরাল ডেভেলপমেন্ট/ইকনমিকে স্নাতকোত্তর ডিগ্রি পেতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করা হবে। মাসিক ১৫ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র একটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। To the Sub-Divisional Office & Member Secretary,Kharagpur Sub Division,At Kharagpur,P.O- Kharagpur,Dist- Paschim Medinipur,Pin-721301। ২৫ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন। লিখিত পরীক্ষা,কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। নিয়োগস্থল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-১ নম্বর ব্লকে।

Air Pollution: গবেষণায় দেখা গিয়েছে, পূর্ব এশিয়ার বায়ু সবচেয়ে দূষিত!
Elon Musk City: এবার মাস্কের শহর!
Air Pollution: গবেষণায় দেখা গিয়েছে, পূর্ব এশিয়ার বায়ু সবচেয়ে দূষিত!
Elon Musk City: এবার মাস্কের শহর!