My India My LiFE Goals: খাদ্যের অপচয় কম করুন

| Edited By: Moumita Das

Aug 08, 2023 | 8:56 PM

খাদ্যের অপচয় কম করুন। এমনভাবে খাবার তৈরি করুন যাতে খাদ্যের অপচয় কম হয়। ফল, শাকসবজি এবং অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবহার যথাযথভাবে করুন

খাদ্যের অপচয় কম করুন। এমনভাবে খাবার তৈরি করুন যাতে খাদ্যের অপচয় কম হয়। ফল, শাকসবজি এবং অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবহার যথাযথভাবে করুন। কতটা খাবেন সেদিকে নজর দিন যাতে খাবার নষ্ট করতে না হয়। বাসি খাবার না ফেলে দিয়ে খেয়ে ফেলার চেষ্টা করুন।
খাদ্য বর্জ্য শুধুমাত্র কম্পোস্ট বিনেই রাখুন। বেঁচে যাওয়া খাবার দিয়ে কম্পোস্ট তৈরি করুন। খাবারের উপকরণ পরিষ্কার, নিরাপদ এবং সঠিক উপায়ে সংরক্ষণ করুন।