Bollywood Actress Rekha: রেখার থেকেও সুন্দরী তাঁর বোন!
বলিউডের সুন্দরী নায়িকা, চির সবুজ অভিনেত্রী রেখা। তামিল ছবির জনপ্রিয় অভিনেতা জেমিনি গণেশনের কন্যা তিনি। জেমিনি গণেশনের দুবার বিয়ে হয়। প্রথম পক্ষের ৪ সন্তান, দ্বিতীয় পক্ষের দুই সন্তান। রেখা ও তাঁর বোন রাধা, জেমিনির দ্বিতীয় পক্ষের সন্তান। অর্থ উপার্জনের জন্য রেখা শুরু করেন মডেলিং। মাত্র ১৩ বছর বয়সে নামেন সিনেমায়।
বলিউডের সুন্দরী নায়িকা, চির সবুজ অভিনেত্রী রেখা। তামিল ছবির জনপ্রিয় অভিনেতা জেমিনি গণেশনের কন্যা তিনি। জেমিনি গণেশনের দুবার বিয়ে হয়। প্রথম পক্ষের ৪ সন্তান, দ্বিতীয় পক্ষের দুই সন্তান। রেখা ও তাঁর বোন রাধা, জেমিনির দ্বিতীয় পক্ষের সন্তান। অর্থ উপার্জনের জন্য রেখা শুরু করেন মডেলিং। মাত্র ১৩ বছর বয়সে নামেন সিনেমায়।
বোন রাধাও দিদির পদাঙ্ক অনুসরণ করে মডেলিং শুরু করেন। রাধা বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেন। গ্ল্যামারে দিদিকেও টেক্কা দিতে পারতেন রাধা। সেই সময় একটি বড় ছবির অফার পান রাধা। রাজ কাপুরের ছবি ‘ববি’র জন্য ডাক পান রাধা। কথা ছিল ঋষি কাপুরের বিপরীতে অভিনয়ের। বাবা জেমিনি গনেশনের সম্মতি থাকলেও রাধা রাজি হননি। সেই চরিত্র চলে যায় ডিম্পল কাপাডিয়ার কাছে। ১৯৮১ তে গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নেন রাধা। বিয়ে করে আমেরিকায় চলে যান রাধা গনেশন।