নরেন্দ্রপুর থানায় নিখোঁজ শ্রমিকদের পরিজনদের ভিড়!
গোডাউনের ভিতর থেকে উদ্ধার হয়েছে তিনটে পোড়া কঙ্কাল-সহ ১৬ টা ঝলসে যাওয়া দগ্ধ দেহাংশ! আর কিছু দগ্ধ হাড়! দুটো ব্যাগে ভরে তা পাঠানো হয়েছে কাটাপুকুর মর্গে। যাঁদের দেহ মোটামুটিভাবে উদ্ধার হয়েছে, তা আপাতত শনাক্ত হয়েছে, কিন্তু পোড়া কালো হয়ে যাওয়া শরীরটার ছাই! সেটা কার? সেটা বোঝার আপাতত এখন একটাই উপায়। ডিএনএ পরীক্ষা।
আনন্দপুরের জোড়া গুদাম এখন শ্মশান! চতুর্দিকে ছাই আর সেই ছাইয়ের ভিড়ে পরিজনদের ভিড়ের মিশে কারোর স্ত্রী, কারোর বাবা, কারোও বা জ্যেঠু। তাঁদের কারোর স্বামী বা কারোর ছেলে সেই গোডাউনেই কাজ করতে এসেছিলেন রবিবার সকালে। তাঁদের আর কারোর খোঁজ মিলছে না। ও এখনও পর্যন্ত গোডাউনের ভিতর থেকে উদ্ধার হয়েছে তিনটে পোড়া কঙ্কাল-সহ ১৬ টা ঝলসে যাওয়া দগ্ধ দেহাংশ! আর কিছু দগ্ধ হাড়! দুটো ব্যাগে ভরে তা পাঠানো হয়েছে কাটাপুকুর মর্গে। যাঁদের দেহ মোটামুটিভাবে উদ্ধার হয়েছে, তা আপাতত শনাক্ত হয়েছে, কিন্তু পোড়া কালো হয়ে যাওয়া শরীরটার ছাই! সেটা কার? সেটা বোঝার আপাতত এখন একটাই উপায়। ডিএনএ পরীক্ষা। তাই নিখোঁজদের পরিবারের সদস্যরা আপাতত ভিড় জমাচ্ছেন স্থানীয় থানায়।
Published on: Jan 28, 2026 05:44 PM