RBI On 500 Rupee Note: এবার ৫০০ টাকা নিয়ে বড় সিদ্ধান্ত
বাজারে পর্যাপ্ত পরিমাণ টাকার জোগান রাখতে নোট ছাপাখানা গুলিকে ২৪ ঘণ্টা কাজ করতে নির্দেশ। নির্দেশ দিয়েছে আরবিআই। দেশের চারটি কারেন্সি ব্যাঙ্ক নোট প্রিন্টিং প্রেসে তাই এখন চরম ব্যস্ততা। কাজ চলছে ৭দিন ২৪ঘণ্টা। এই প্রিন্টিং প্রেসের দুটি কর্পোরেশনের মাধ্যমে সরকারের। আর দুটি প্রেস রিজার্ভ ব্যাঙ্কের।
২০০০ টাকার নোট বাতিলের ফলে বাজারে ৩৬,২০০০ কোটি টাকার ঘাটতি হচ্ছে। সেই ঘাটতি পূরণে ৫০০টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল আরবিআই। বাজারে পর্যাপ্ত পরিমাণ টাকার জোগান রাখতে নোট ছাপাখানা গুলিকে ২৪ ঘণ্টা কাজ করতে নির্দেশ। নির্দেশ দিয়েছে আরবিআই। দেশের চারটি কারেন্সি ব্যাঙ্ক নোট প্রিন্টিং প্রেসে তাই এখন চরম ব্যস্ততা। কাজ চলছে ৭দিন ২৪ঘণ্টা। এই প্রিন্টিং প্রেসের দুটি কর্পোরেশনের মাধ্যমে সরকারের। আর দুটি প্রেস রিজার্ভ ব্যাঙ্কের। ২০০০এর নোট বাতিলের সিদ্ধান্তের পর বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় দিল্লি হাইকোর্টে মামলা করেন। আরবিআই জানায় নোট পরিবর্তনের সময় কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হয় মামলাটি। যদিও তা খারিজ হয়ে যায় আদালতে। এর আগেও ২০১৬এ নোট বাতিলের সময়ে দেশ জুড়ে মুদ্রার হাহাকার পড়ে। এটিএমের সামনে দীর্ঘ লাইন পড়ে। ব্যাঙ্কের সামনেও টাকা জমা দেওয়ার দীর্ঘ লাইন পড়ে। টাকার হাহাকারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। ২০১৮তেও কারেন্সি নোটের ঘাটতিতে দীর্ঘক্ষণ কাজ করতে হয়। সাধারণত ১৮-১৯ ঘণ্টা কাজ করে নোট প্রিন্টিং প্রেস গুলো। কিন্তু জরুরি সময়ে সেই কাজের সময় বেড়ে হয় ২৪ ঘণ্টা।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

