RG Kar Doctor Death Update: রবিবারের ভাতঘুম নয়, তিলোত্তমার বিচার চেয়ে বৃষ্টিভেজা রাজপথে সামিল ছোটপর্দা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Aug 25, 2024 | 11:32 PM

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। প্রত্যেক পেশার মানুষ নিজেদের মতো করে গর্জে উঠেছেন। কিছু দিন আগেই রাজপথে নেমেছিলেন টলিপাড়ার শিল্পীরা। এবার বাদ গেল না ছোটপর্দার কলাকুশলীরাও। রবিবারের ভাতঘুম নয়, তিলোত্তমার বিচার চেয়ে বৃষ্টিভেজা রাজপথে সামিল হলেন তাঁরা।

দেখার মতো মিছিল!
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। প্রত্যেক পেশার মানুষ নিজেদের মতো করে গর্জে উঠেছেন। কিছু দিন আগেই রাজপথে নেমেছিলেন টলিপাড়ার শিল্পীরা। এবার বাদ গেল না ছোটপর্দার কলাকুশলীরাও। রবিবারের ভাতঘুম নয়, তিলোত্তমার বিচার চেয়ে বৃষ্টিভেজা রাজপথে সামিল হলেন তাঁরা।

একহাত শুভশ্রীর
বাবলির প্রচারে গিয়েও আরজি কণ্ডের বিচার চাইলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বললেন, “আরজি করের ঘটনা ভীষণ নিন্দনীয়। আমি এর বিচার চাই। তাই আনন্দে খুব একটা মেতে না উঠে আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে একটা সুন্দর সুস্থ সমাজ আমরা গড়ে তুলব।”

ফের গায়ে হলুদ কৌশাম্বির!
পরনে গোলাপি পাড় হলুদ সিল্কের শাড়ি, ম্যাচিং গোলাপি ব্লাউজ আর গা ভর্তি গয়নায় ঝলমলে কৌশাম্বি। রবিবাসরীয় দুপুরে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন কৌশাম্বি। তিন মাস আগে বিয়ে হয়েছে নায়িকার, তবে? আসলে ফুলকি ধারাবাহিকে রোহিতের বিধবা বৌদির চরিত্রে দর্শক দেখছে কৌশাম্বিতে। এবার সিরিয়ালে বেজেছে বিয়ের সানাই। ফুলকি ও রোহিতের প্রচেষ্টায় আবারও সিরিয়ালে বিয়ের পিঁড়িতে তিনি।

কেন মিছিলেন নেই দিতিপ্রিয়া?
ছোটপর্দার মিছিলে অনুপস্থিত দিতিপ্রিয়া রায়। কেন দেখা গেল না তাঁকে? দিতিপ্রিয়ার জানান, এই মুহূর্তে তাঁর পরীক্ষা চলছে। তাই আসতে পারেননি। নিজে উপস্থিত না থাকলেও তাঁর মন পড়ে ছিল সেখানেই। নির্যাতিতার বিচারের দাবিতে সরব তিনিও।

মেজাজ হারালেন অর্জুন
বেশ অনেক দিন ধরেই অর্জুন চক্রবর্তী এবং সৃজা সেনে সংসার ভাঙার আলোচনা ইন্ডাস্ট্রির অন্দরে। বহু দিনের প্রেমের পর বিয়ে করেন তাঁরা। শোনা গিয়েছিল তাঁদেরও সংসার ভাঙছে। সেই সব জল্পনা উড়িয়ে সিনেমাহল থেকে পার্টি সর্বত্র একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি বন্ধুর পার্টিতে ডিভোর্সের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন নায়ক।

মৌনির অবসাদ
সাত আট বছর আগের কথা। তখনও নাগিন সিরিয়ালে অভিনয় করেননি অভিনেত্রী মৌনি রায়। তার আগে দীর্ঘ দিন বিছানায় শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী। অনেক ওষুধ খাওয়ার জন্য প্রায় ৩০কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। সেই পরিস্থিতিতে নায়িকার মনে হয়েছিল তাঁর জীবন শেষ হয়ে গিয়েছে।

রাহুল-প্রীতির মেয়ের গৃহপ্রবেশ
হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। অনেক দিনের অপেক্ষার পর ১৯ অগস্ট মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। আর বাবা হয়েছেন ‘হরগৌরী পাইস’ হোটেলের শঙ্কর। কিছু দিন আগে দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সে বাড়িতেই রাজকীয় ভাবে গৃহপ্রবেশ হল একরত্তির।

দুর্ঘটনার কবলে সাহেব
শুটিং থেকে ফেরার পথে বড় দুর্ঘটনার মুখোমুখি অভিনেতা সাহেব ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। সেদিন তাঁর সঙ্গে নিজের গাড়ি ছিল না। তাই অ্যাপ ক্যাবে করেই বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে যে এমনটা ঘটবে এখনও তাঁর কাছে গোটা ঘটনাটাই দুঃস্বপ্নের মতো।

কটাক্ষের মুখে ঋতুপর্ণা
তিনি এখন যাই করছেন তা নিয়েই হচ্ছে আলোচনা। যদিও অভিনেত্রী কোনও কথাতে কান দিতে একেবারেই রাজি নন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ইদানীংকালে আলোচনার শেষ নেই। শনিবার আর্টিস্ট ফোরামের ডাকা মিছিলে উপস্থিত হয়েছিলেন নায়িকা। সেখানে মোমবাতি জ্বালানোর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু সমালোচনা।

Published on: Aug 25, 2024 11:23 PM