Dilip Ghosh: ‘আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে’, চাকরিহারাদের নিয়ে ভবিষ্যৎবাণী দিলীপের

| Edited By: সোমনাথ মিত্র

Apr 22, 2025 | 5:08 PM

রাতভর চলছে বিক্ষোভ, অবস্থান। চাকরিহারাদের বিক্ষোভে গমগম করছে রাজপথ। অভুক্ত চাকরিহারারা পুলিশদের জন্য এগিয়ে গিয়েছিলেন ওআর‌এস নিয়ে। শিক্ষাদপ্তরে পাঠিয়েছেন তরমুজ, জল। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, “সংসার চালানোর জন্য অন্য কাজে যেতে হবে এদের। সরকারের সাথে মিটিং করা মানে সময় নষ্ট।” দেখুন ভিডিয়ো

রাতভর চলছে বিক্ষোভ, অবস্থান। চাকরিহারাদের বিক্ষোভে গমগম করছে রাজপথ। অভুক্ত চাকরিহারারা পুলিশদের জন্য এগিয়ে গিয়েছিলেন ওআর‌এস নিয়ে। শিক্ষাদপ্তরে পাঠিয়েছেন তরমুজ, জল। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, “সংসার চালানোর জন্য অন্য কাজে যেতে হবে এদের। সরকারের সাথে মিটিং করা মানে সময় নষ্ট।” দেখুন ভিডিয়ো

Published on: Apr 22, 2025 05:04 PM