RG Kar Case: বিনীত গোয়েলকে কাস্টডিতে নিতে না পারলে থামব না: তিলোত্তমার মা
তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সময় পেরিয়েছে প্রায় ১১ মাস। কিন্তু এখনও পর্যন্ত চার্জশিটই জমা পড়েনি। বুধবার আরজি কর কাণ্ডের শুনানিতে সেই ক্ষোভই প্রকাশ করলেন তিলোত্তমার মা। তাঁর অভিযোগ, “পুলিশ যেখানে ছিল, সিবিআই সেখানেই। মানে কোনও তদন্তই হয়নি।” তিলোত্তমার পরিবারের আইনজীবীর দাবি, তদন্ত প্রক্রিয়ায় একাধিক গাফিলতি রয়েছে। কিন্তু সিবিআই-এর বক্তব্য, তারা যে নমুনাগুলি পরীক্ষা […]
তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সময় পেরিয়েছে প্রায় ১১ মাস। কিন্তু এখনও পর্যন্ত চার্জশিটই জমা পড়েনি। বুধবার আরজি কর কাণ্ডের শুনানিতে সেই ক্ষোভই প্রকাশ করলেন তিলোত্তমার মা। তাঁর অভিযোগ, “পুলিশ যেখানে ছিল, সিবিআই সেখানেই। মানে কোনও তদন্তই হয়নি।”
তিলোত্তমার পরিবারের আইনজীবীর দাবি, তদন্ত প্রক্রিয়ায় একাধিক গাফিলতি রয়েছে। কিন্তু সিবিআই-এর বক্তব্য, তারা যে নমুনাগুলি পরীক্ষা করেছে, তাতে একমাত্র সঞ্জয় রায়ের ডিএনএ মিলেছে। এর বাইরে আর কারও উপস্থিতি প্রমাণিত হয়নি।
এই অবস্থায় তিলোত্তমার মা বলেন, “এরকম তদন্ত জীবনে দেখিনি। ১১ মাস কেটে গেল, এখনও চার্জশিট জমা হয়নি। তাহলে আদৌ তদন্ত হল কোথায়?”
আর কী বললেন তিনি, দেখুন ভিডিয়ো
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

