Cyber Crime: সাইবার প্রতারণায় বাড়ছে নয়া কৌশল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 03, 2023 | 2:34 PM

সাইবার প্রতারণা ক্রমশ বাড়ছে। ওটিপি জানতে চেয়ে প্রতারণার কথা অনেকেই জানেন। তাই পাল্টাচ্ছে প্রতারণার ধরণও। প্রতারকরা সবার আগে আপনার ফোন নম্বর জানার চেষ্টা করে।

সাইবার প্রতারণা ক্রমশ বাড়ছে। ওটিপি জানতে চেয়ে প্রতারণার কথা অনেকেই জানেন। তাই পাল্টাচ্ছে প্রতারণার ধরণও। প্রতারকরা সবার আগে আপনার ফোন নম্বর জানার চেষ্টা করে। তারপর শুরু হয় নানা কৌশল। প্রতারকরা অ্যাকাউন্ট বন্ধের হুমকি বা ব্যক্তিগত তথ্য জানতে ভয় দেখায়। অনেকে সচেতন মানুষই এই জালিয়াতি জানেন। পুলিশের দাবি, তখন প্রতারকরা প্ল্যান বদলায়। নষ্ট করে দেয় তাদের সিম কার্ড। তাই দুষ্কৃতীদের বেশি টাকায় সিম কিনতে হয়। প্রতারকরা তখন সচেতন ব্যক্তির ফোন নম্বরটি ‘স্প্যাম’করার কাজ করে। ৩৫ জন কমপ্লেন করলেই, স্প্যাম হবে আপনার নম্বরটি। আপনি ফোন করলে,অনেকেই সেটি ধরতে পারবেন না। এমনই সমস্যার শিকার হন নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের এক কর্মী। তিনি কাউকে ফোন করলে, সেটি স্প্যাম নম্বর দেখায়। এতে তাঁর ব্যবসায় অনেক ক্ষতি হয়। দেখে নিন আপনার নম্বরটি কেউ স্প্যাম করেছে কি না।

Published on: Sep 03, 2023 02:22 PM