Ritabrata Banerjee: টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত

| Edited By: সোমনাথ মিত্র

Jan 28, 2025 | 8:20 PM

"গণতন্ত্র আছে বলেই প্রতিবাদ প্রতিরোধে মানুষ একত্রিত হতে পারে" , মত ঋতব্রতর

বাংলায় গণতন্ত্র আছে কি নেই, সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, “গণতন্ত্র আছে বলেই প্রতিবাদ প্রতিরোধে মানুষ একত্রিত হতে পারে। গণতন্ত্রের ফলাফল তো নিউজপ্রিন্টে বা টেলিভিশনের প্রাইম ট্রাইমে বেরোয় না। গণতন্ত্রের রেজাল্ট বেরোয় ভোটের ইভিএমে…” দেখুন ভিডিয়ো