Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Namkhana River Erosion: লক্ষ টাকার বাঁধ ভাঙল নিমেষে!

Namkhana River Erosion: লক্ষ টাকার বাঁধ ভাঙল নিমেষে!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 19, 2023 | 4:57 PM

নামখানায় নদী বাঁধে ধসের জেরে আতঙ্ক ছড়ালো এলাকায়। আজ সকালে নামখানা ব্লকের নারায়ণগঞ্জ এলাকায় মুড়িগঙ্গা নদী বাঁধে হঠাৎই ধস নামে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দু'মাস আগে প্রায় লক্ষ লক্ষ টাকা ব্যায়ে বাঁশ ও শাল বল্লার খুঁটি দিয়ে মাটি ও বালির বস্তা ফেলে এই বাঁধ নির্মাণ করেছিল সেচ দপ্তর।

নামখানায় নদী বাঁধে ধসের জেরে আতঙ্ক ছড়ালো এলাকায়। আজ সকালে নামখানা ব্লকের নারায়ণগঞ্জ এলাকায় মুড়িগঙ্গা নদী বাঁধে হঠাৎই ধস নামে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দু’মাস আগে প্রায় লক্ষ লক্ষ টাকা ব্যায়ে বাঁশ ও শাল বল্লার খুঁটি দিয়ে মাটি ও বালির বস্তা ফেলে এই বাঁধ নির্মাণ করেছিল সেচ দপ্তর। দু’মাস যেতে না যেতেই প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নামায় এলাকায় প্লাবনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বাঁধ নির্মাণের কাজে চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দারা। গতকাল রাত থেকে সুন্দরবনের উপকূল এলাকায় হালকা ও ভারী বৃষ্টির জেরে বাঁধের মাটি নরম হয়ে গিয়েছে। দ্রুত মেরামত করা না গেলে জোয়ারের সময় জলস্তর বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত গোটা বাঁধটাই ভেঙে গিয়ে গোটা এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ১২৫টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে।