Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rubel Das-Sweta Bhattacharya: প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানাতে রুবেলের দীর্ঘ পোস্ট

Rubel Das-Sweta Bhattacharya: প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানাতে রুবেলের দীর্ঘ পোস্ট

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 25, 2023 | 11:06 PM

Tollywood News: পুজোটা এবার কাটল অভিনেতার হাসপাতালে। রুবেল দাস ডেঙ্গিতে আক্রান্ত হন পুজোতেই। ভর্তি হতে হয় হাসপাতালে। সঙ্গে সর্বক্ষণ ছিলেন তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। এবার তাঁকেই কৃতজ্ঞতা জানাতে রুবেল করলেন এক দীর্ঘ পোস্ট। জানালেন, তিনি ভাল আছেন।

করণের স্বীকারোক্তি
করণ জোহরের বরাবরের ভীষণ কাছের বন্ধু শাহরুখ খান। তবে তিনি যে কেবল বন্ধুই নন, করণের কাছে সব থেকে বিশ্বাসের জায়গা, তা এবার নিজে স্বীকার করলেন পরিচালক তথা প্রযোজক করণ। বললেন, “একটা সময় আমার হাবভাব যখন মানুষকে হাসাত, তখন আমার মধ্যে থাকা নারীসুলভ মনকে খুব সহজভাবেই বুঝেছিলেন শাহরুখ খান। তিনিই প্রথম।”

রণবীরের প্লে লিস্টে কেবলই রাহা
রণবীর কাপুরের প্লে লিস্ট আর তাঁর নেই। প্লে লিস্ট জুড়ে আছে কেবলই রাহার প্রিয় গান। রাহা ‘বেবি শার্ক’ শুনতে ভালবাসে। ভালবাসে কোকোমেলন। এ সবই এখন গুনগুন করেন রণবীর। জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

রাবণের বুকে তীর মারতে ব্যর্থ কঙ্গনা
এবারের দসেরায় রাবণ দহনের ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নয়াদিল্লির লভ-কুশ রামলীলা ময়দানে রাবণ বধ করার সময় ধনুক তাক করেন কঙ্গনা। কিন্তু তিনবারের প্রয়াসেও অসফল অভিনেত্রী। তাঁর সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। অভিনেত্রীকে ট্রোল করছে নিন্দুকেরা।

‘টক্সিক’ রণবীর!
স্ত্রী আলিয়াকে লিপস্টিক লাগাতে না দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেও, রণবীর বলেছেন, তাঁকে যে সকলে ‘টক্সিক’ বলছেন এ ব্যাপারে তিনি ওয়াকিবহাল। নিন্দুকদের সমর্থনে রণবীর বলেছেন, “যাঁরা আমাকে ‘টক্সিক’ বলছেন, পুরুষদের শাসন ব্যবস্থাকে নিন্দা করছেন, আমি আসলে তাঁদেরকে সমর্থন করি।”

শ্রদ্ধার উপহার
নিজেকে এবার দামী উপহার দিলেন শ্রদ্ধা কাপুর। কিনে ফেললেন আট কোটি টাকা খরচ করে এক ল্যাম্বরগিনি গাড়ি। লাল রঙা এই চারচাকাকে বাড়িতে আনলেন শ্রদ্ধা। বরাবরই খুব একটা বিলাসবহুল জীবন যাপন করা পছন্দ করেন না তিনি। তবে সেই অভিনেত্রীর ঝুলিতে এই গাড়ি আসতেই তা চর্চায়। নিজেই জানালেন, ইচ্ছেপূরণ।

জিতুর সঙ্গে নবনীতা?
বিচ্ছেদের মাঝেই দশমীর দিনটা জিতু কামালের সঙ্গে কাটালেন নবনীতা দাস? সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো করলেন পোস্ট। যেখানে দেখা গেল জিতুর বাইকের পিছন ঘুরছেন নবনীতা। যদিও খুব একটা কৌতূহল না বাড়িয়ে অভিনেত্রী জানিয়ে দিলেন, এটা গত বছর অর্থাৎ ২০২২ সালের ভিডিয়ো।

ভুয়ো অ্যাকাউন্টে জেরবার ইধিকা
তারকাদের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হওয়া নতুন কিছু নয়। তাঁদের একাধিক ছবি এবং ভিডিয়ো নিয়ে তৈরি হয় ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অনেক সময় পুলিশে অভিযোগ দায়ের হলেও সুরাহা হয় না। এই ভুয়ো অ্যাকাউন্ট নিয়েই জেরবার বাঙালি অভিনেত্রী ইধিকা পাল। কারও কাছে ভুল কিছু পোস্ট হলে আগাম ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী

অসুস্থ রুবেল
পুজোটা এবার কাটল অভিনেতার হাসপাতালে। রুবেল দাস ডেঙ্গিতে আক্রান্ত হন পুজোতেই। ভর্তি হতে হয় হাসপাতালে। সঙ্গে সর্বক্ষণ ছিলেন তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। এবার তাঁকেই কৃতজ্ঞতা জানাতে রুবেল করলেন এক দীর্ঘ পোস্ট। জানালেন, তিনি ভাল আছেন।

বাংলাদেশে বন্ধ ‘জওয়ান’?
বাংলাদেশে শর্ত মেনেই মুক্তি পেয়েছিল চলতি বছরের শাহরুখ খানের দ্বিতীয় ছবি ‘জওয়ান’। তবে এবার সেই ছবি বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হল। কারণ হিসেবে জানা যাচ্ছে, ছবি আমদানির শর্তে উল্লেখ রয়েছে ফেস্টিভ মরসুমে ভারতের ছবি বেশি প্রেক্ষাগৃহে রাখা যাবে না। তাই-ই এই সিদ্ধান্ত।