Udayer Pother: মানুষের পাশে রুদ্রপ্রসাদ, দেবশঙ্কররা
২৫ বছরের উদযাপনও হবে মানুষের পাশে দাঁড়িয়ে। এই প্রচন্ড গরমে রক্তের আকাল দেখা দেয়। পাড়ায় পাড়ায় রক্তদানের আগের ছবি কি এখন আর দেখা যায়? উদয়ের পথের উদ্যোগে এগিয়ে এলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায় প্রমুখরা। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার আহ্বান জানান সবাইকে এগিয়ে আসার জন্য
উদয়ের পথে। দীর্ঘ পথ চলা। ২৫ বছরের উদযাপনও হবে মানুষের পাশে দাঁড়িয়ে। এই প্রচন্ড গরমে রক্তের আকাল দেখা দেয়। পাড়ায় পাড়ায় রক্তদানের আগের ছবি কি এখন আর দেখা যায়? উদয়ের পথের উদ্যোগে এগিয়ে এলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায় প্রমুখরা। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার আহ্বান জানান সবাইকে এগিয়ে আসার জন্য।
উৎপল চট্টোপাধ্যায় বলেন, এইসময় রক্তের খুব প্রয়োজন, তাই আমরা একসঙ্গে পথে নেমেছি। সবাই এগিয়ে আসুন। ২৫ তম বছরের উদয়ের পথে। রক্তদান আগামী ৪ ঠা জুন, হেদুয়ায়। ২৫ তম বর্ষের রক্তদান শিবির আগামী ৪ জুন ২০২৩ হেদুয়ায় অনুষ্ঠিত হবে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সহস্রাধিক রক্তদাতার অংশগ্রহণের লক্ষ্যমাত্রা । কলকাতা প্রেস ক্লাবে এই রক্তদান শিবির কেন্দ্রিক থিম সং প্রকাশিত হল। প্রকাশ করলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদার।উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, ডাক্তার দীপ্তেন্দ্র কুমার সরকার, প্রাক্তন নগরপাল গৌতম মোহন চক্রবর্তী, সংগঠনের সভাপতি নবরতন ঝাওয়ার, সুস্মিত কুমার বসু এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তথা সংগঠনের সম্পাদক উৎপল চ্যাটার্জী।