Samantha Ruth Prabhu: নাগা সামান্থার বিয়ে জোড়া লাগছে?
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সম্পর্ক ভেঙে যায় ২০২১ এ। তারপর দুজনে আলাদা আলাদা থেকেছেন এতদিন। বিচ্ছেদের পর নিজের প্রোফাইল থেকে চে বা চৈতন্যর সব ছবি মুছে দেন সামান্থা রুথ প্রভু। বিয়ের সব ছবিও উধাও করে দেন সামান্থা।
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সম্পর্ক ভেঙে যায় ২০২১ এ। তারপর দুজনে আলাদা আলাদা থেকেছেন এতদিন। বিচ্ছেদের পর নিজের প্রোফাইল থেকে চে বা চৈতন্যর সব ছবি মুছে দেন সামান্থা রুথ প্রভু। বিয়ের সব ছবিও উধাও করে দেন সামান্থা। সম্প্রতি সামান্থার প্রোফাইলে দেখা যায় নাগার এক ছবি। ছবিটি ২০১৭ এ তোলা। সামান্থা চুমু খাচ্ছেন নাগাকে সেই ছবিতে। ক্যাপশনে লেখা জন্মদিনের শুভেচ্ছা। ‘ঈশ্বর তোমার সব ইচ্ছে পূরণ করুন’। ‘সারা জীবন তোমাকে ভালবাসব’।
পুরনো এই ছবি ঘিরে হালচাল নেট দুনিয়ায়। অনেক ভক্ত সামান্থাকে বলছেন। সব মিটমাট করে আগের মতো করে নিন। এদিকে গুঞ্জন আবার বিয়ে করছেন নাগা চৈতন্য। বাবা নাগার্জুন মেয়েও ঠিকঠাক করেছেন। কনে ব্যবসায়ী পরিবারের মেয়ে। ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগ নেই। নাগার্জুন পরিবার এই বিষয়ে মুখ খোলেন নি।