Russian Economy: বিপুল সম্পদ বৃদ্ধি মস্কোর!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Aug 27, 2023 | 1:35 PM

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলে প্রায় এক বছরের বেশি । তাও আর্থিক অবস্থার মান খারাপ হয়নি রাশিয়ার। ধনী হয়েছে মস্কো। সুইস ব্যাঙ্কের রিপোর্টে এমনটাই জানা যায়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলে প্রায় এক বছরের বেশি । তাও আর্থিক অবস্থার মান খারাপ হয়নি রাশিয়ার। ধনী হয়েছে মস্কো। সুইস ব্যাঙ্কের রিপোর্টে এমনটাই জানা যায়। যুদ্ধের জন্য নানা নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা সহ বিভিন্ন দেশ। রাশিয়ার মানুষের ওপর তেমন কোনও প্রভাব পড়েনি। এক বছরে রাশিয়া সম্পত্তি বেড়েছে প্রায় ৪ হাজার ৯৮৫ কোটি টাকা। এমনকি ধনী ব্যক্তির সংখ্যাও বেড়েছে। অতি উচ্চবিত্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার ৫০০। তাঁদের সম্পদ বেড়েছে প্রায় ৫০ মিলিয়ান ডলার। তেল রফাতানির কারণে এই সম্পদ বেড়েছে বলে দাবি অনেকের। আমেরিকা ও ইউরোপীয় দেশের মানুষের আর্থিক মান বেশ কমেছে। তার কারণ মুদ্রাস্ফিতি। আমেরিকার ক্ষতি হয়েছে প্রায় ৪৯ লক্ষ কোটি টাকা। প্রায় ৮ কোটি ৩০ লক্ষ কোটিপতির সংখ্যা কমেছে। রাশিয়া ছাড়াও সম্পত্তি বেড়েছে ভারত, ইরান ও মেক্সিকোর। এই ৩ দেশের সম্পত্তি বেড়েছে প্রায় ৪ লক্ষ ৯০০ হাজার কোটি বেড়েছে।