Saayoni Ghosh: সায়নীকে মমতার মতো দেখতে? কী বললেন অভিনেত্রী

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 08, 2025 | 8:09 PM

Saayoni Ghosh on TMC: শুধুমাত্র একজন সাংসদ বা দলের সদস্য হিসেবে ভূমিকা পালনটুকু করেন না সায়নী। বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন মঞ্চে। সংসদে তাঁর ঝাঁঝাল বক্তব্য নজর কেড়েছে সম্প্রতি। সেই সায়নী এবার বললেন, "আমাকে নরেন্দ্র মোদীর মতো দেখতে হয়ে গেলে ভাল লাগত না।"

রাজনৈতিক হিসেবে কম দিনেই অনেকটা পথে হেঁটে ফেলেছেন সায়নী ঘোষ। কলকাতা থেকে দিল্লি পৌঁছে গিয়েছেন। সংসদে বিভিন্ন ইস্যুতে বক্তব্যও রাখেন তিনি। যুবনেত্রী হিসেবে তাঁকে বিশেষ জায়গাও দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অভিনেত্রীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে! এ কথা অনেকেই বলে থাকেন। সেই বিষয়ে প্রশ্ন করতে সায়নী বলেই দিলেন, ‘দিদি’কে অনুসরণ করেন তিনি। সহজ-সরল জীবনে আরও বেশি বিশ্বাসী হয়ে উঠেছেন অভিনেত্রী-সাংসদ সায়নী।

সায়নী জানালেন, লড়াকু মনোভাব আছে বলে মনে হওয়াতেই তাঁকে দলে জায়গা দিয়েছিলেন ও টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াই জারি রেখেছেন তিনি।