Bankura Shootout News: বাঁকুড়া শুটআউটের সেই সাদ্দাম গ্রেফতার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 26, 2023 | 6:20 PM

সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। দিল্লিতে তাকে গ্রেপ্তার করা হয়। এখানে উল্লেখ্য বাঁকুড়া শহর উপকন্ঠের কেশিয়াকোলে শুট আউটের ঘটনায় নিখোঁজ ছিল পূর্ববর্ধমানের কাটোয়ার কেশিয়ার বাসিন্দা সাদ্দাম সেখ।

সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। দিল্লিতে তাকে গ্রেপ্তার করা হয়। এখানে উল্লেখ্য বাঁকুড়া শহর উপকন্ঠের কেশিয়াকোলে শুট আউটের ঘটনায় নিখোঁজ ছিল পূর্ববর্ধমানের কাটোয়ার কেশিয়ার বাসিন্দা সাদ্দাম সেখ। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি কাটোয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়।সেই থেকে বিচারাধীন বন্দি হিসেবে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ছিল।

গত ৫ সেপ্টেম্বর বাঁকুড়া সংশোধনাগার থেকে মুক্তি পায় সাদ্দাম। পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা সাদ্দামের দুই আত্মীয় তাকে আনতে গাড়ি করে বাঁকুড়া গিয়েছিল। সেই গাড়ি লক্ষ্য করে রাস্তায় দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। দু’জনকে জখম অবস্থায় পাওয়া গেলেও সাদ্দামের কোন খোঁজ পুলিশ পায়নি। দিল্লি থেকে ধৃত সাদ্দামকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। তাকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।