Sajal Ghosh: ‘অভিষেকই মমতার বড় ভয়’, কেন বললেন সজল ঘোষ?

Dec 19, 2025 | 3:59 PM

বিজেপি নেতা বলেন, "এগুলো অন্যায়। ডায়মন্ড হারবার থেকে ও সাত লক্ষ ভোটে জিতেছিল, ও জানে কত ভোট কাটবি। ওর ২২০০ বুথের মধ্যে একটা মেজর বুথে মানুষের মৃত্যুই হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে ৫০ হাজার নাম কাটা যায় তাহলে ভয় পেতেই হবে। অভিষেকটাই মমতার বড় ভয়।"

মুখ খুললেন বিজেপি নেতা সজল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ তার। তিনি বললেন, “নির্বাচন কমিশন কি নিষ্ঠুর। দু’লক্ষ মানুষ থাকেন তার মধ্যে তিন লক্ষ ভোটার। তাতেও ৫০০ বাদ দিতে হল? এগুলো অন্যায়। ডায়মন্ড হারবার থেকে ও সাত লক্ষ ভোটে জিতেছিল, ও জানে কত ভোট কাটবে। ওর ২২০০ বুথের মধ্যে একটা মেজর বুথে মানুষের মৃত্যুই হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে ৫০ হাজার নাম কাটা যায় তাহলে ভয় পেতেই হবে। অভিষেকটাই মমতার বড় ভয়।”

Published on: Dec 19, 2025 12:20 PM