Salary Hike In India: একটি সমীক্ষায় বলছে ২০২৩ সালে ভারতে কর্মীদের গড়ে ১০ শতাংশ করে বেতন বাড়তে পারে
Increment In India: একটি সমীক্ষায় বলছে এশিয়ার মধ্যে ভারতেই গড় বেতন সবথেকে বেশি বাড়তে পারে। ২০২৩ সালে ভারতে কর্মীদের বেতন বাড়তে পারে গড়ে ১০ শতাংশ করে।
মার্চ মাসেই গোটা বছরের কাজের পর্যালোচনা করা হয় এবং তার প্রেক্ষিতে বেতন বৃদ্ধি করা হয়। কত টাকা বেতন বাড়বে,তা নিয়ে সারা বছরই চর্চা চলে কর্মীদের মধ্যে। তবে উত্তর মেলে এপ্রিল বা মে মাসেই। সম্প্রতি একটি সমীক্ষায় জানতে চাওয়া হয়েছিল ২০২৩ সালে কত টাকা বেতন বাড়তে পারে কর্মীদের। এশিয়ার মধ্যে ভারতেই গড় বেতন সবথেকে বেশি বাড়তে পারে। তালিকায় এরপরে রয়েছে চিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, হংকং ও সিঙ্গাপুর। ২০২৩ সালে ভারতে কর্মীদের গড়ে ১০ শতাংশ করে বেতন বাড়তে পারে। ২০২২ সালে ভারতীয়দের গড় বেতন বৃদ্ধি হয়েছিল ৯.৮ শতাংশ। এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে ভারতেই সর্বাধিক বেতন বৃদ্ধি হয়েছিল। ২০১৯ সালেও ভারতের বেতন বৃদ্ধির হারই সবথেকে বেশি ছিল, ৯.৯ শতাংশ। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বেতন বৃদ্ধির হার ৭.৫ শতাংশে কমে দাঁড়ায়। ২০২১ সালে গড় বেতন বৃদ্ধির হার ৮.৫ শতাংশে বেড়ে দাঁড়ায়।