Bollywood News: আমির কেড়ে নিল সলমনের ব্রেসলেট!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 11:36 AM

সলমন ও আমিরের বন্ধুত্ব কাহিনী জানেন? এই ইদে তাঁরা একসঙ্গে মদ্যপান করেন। আমির সকালে দেখেন এক অদ্ভুত কাণ্ড। ইউটিউবার জ্যাবি কোয়ে সব কিছু ইউটিউব ফাঁস করেছেন। আমির খানের হাতে দেখা যায় সলমনের ব্রেসলেট। কিন্তু আমিরের কাছে কীভাবে গেল এই ব্রেসলেট?

সলমন ও আমিরের বন্ধুত্ব কাহিনী জানেন? এই ইদে তাঁরা একসঙ্গে মদ্যপান করেন। আমির সকালে দেখেন এক অদ্ভুত কাণ্ড। ইউটিউবার জ্যাবি কোয়ে সব কিছু ইউটিউব ফাঁস করেছেন। আমির খানের হাতে দেখা যায় সলমনের ব্রেসলেট। কিন্তু আমিরের কাছে কীভাবে গেল এই ব্রেসলেট? ভক্তদের মনে দেখা দেয় কৌতুহল। জ্যাবি জানান ইদে আমিরের বাড়িতে তিনিও আমন্ত্রিত ছিলেন। জ্যাবি আমিরকে জিজ্ঞাসা করেন, তাঁর হাতে সলমনের ব্রেসলেট কেন। আমির বলেন, তিনি ও সলমন খুব মদ্যপান করেন। সলমন আমিরকে ভাই বলেন। তখন সেই ব্রেসলেট সলমন, আমিরকে দেন। আমির পরে তাঁকে ফিরিয়ে দেন ব্রেসলেটটি। কিন্তু কেন এই ব্রেসলেট সলমনের এত প্রিয়? সলমন জানান,তাঁর ব্রেসলেটে আছে ফিরোজা পাথর। এই পাথর যেকোনও অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। তাই এই ব্রেসলেট সলমনের প্রিয়।