Salman Rushdie: ‘উদ্ভট সব স্বপ্ন দেখছিলাম’
গত বছর আগস্টে মাসে তাঁকে ছুরি মারা হয়। সেই ঘটনায় তিনি ট্রমায় চলে যান। প্রায় ১ বছর পর সেই ঘটনা নিয়ে তিনি মুখ খুললেন। রুশদি জানান, তিনি তখন অনেক উদ্ভট স্বপ্ন দেখতেন। তিনি জানান, তাঁর কাছে একজন খুব ভাল থেরাপিস্ট আছেন। গত বছরে রুশদি নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশন যান।
সলমন রুশদি ‘দ্য স্যাটানিক ভার্সেস’য়ের লেখক। গত বছর আগস্টে মাসে তাঁকে ছুরি মারা হয়। সেই ঘটনায় তিনি ট্রমায় চলে যান। প্রায় ১ বছর পর সেই ঘটনা নিয়ে তিনি মুখ খুললেন। রুশদি জানান, তিনি তখন অনেক উদ্ভট স্বপ্ন দেখতেন। তিনি জানান, তাঁর কাছে একজন খুব ভাল থেরাপিস্ট আছেন। গত বছরে রুশদি নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশন যান। সেখানে রুশদির ভাষণ দেওয়ার কথা ছিল,তাঁর উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’য়ের বিষয়ে। কিন্তু তিনি সেই মঞ্চে যখন আসেন,তখন তাঁকে ছুরি মারা হয়। হামলাকারী রুশদিকে চড়ও মারেন। নিরাপত্তারক্ষীরা সেই হামলাকারীকে ধরে ফেলেন। হামলাকারীর আঘাতে রুশদির একটি চোখ নষ্ট হয়ে যায়। তবে তিনি এখন মানসিক আঘাত সারিয়ে সুস্থ আছেন।
Latest Videos