Salt Bae Restaurant: যে কোল্ড ড্রিঙ্কের দাম কলকাতায় ৫০টাকা, এই রেস্টুরেন্টে তার দাম ৮০০

Salt Bae Restaurant: যে কোল্ড ড্রিঙ্কের দাম কলকাতায় ৫০টাকা, এই রেস্টুরেন্টে তার দাম ৮০০

TV9 Bangla Digital

| Edited By: Nandan Paul

Updated on: Dec 07, 2023 | 4:04 PM

Salt Bae Restaurant: ১ গ্লাস কোল্ড ড্রিঙ্কের দাম ৮০০ টাকা! কোথায় এই রেস্টুরেন্ট?শুধু তাই নয়, বাকি দাম শুনলেও পালিয়ে বাঁচার পথ পাবেন না!

বিচিত্র রেস্তোরাঁ বানিয়েছেন তুরস্কের শেফ নুসরত গোকসে (Chef Nusret Gokce)। তুরস্কের শেফ নুসরত গোকসে হাত বাঁকিয়ে খাবারে নুন ছড়িয়ে ভাইরাল হন ২০১৭এ। তারপর তৈরি করেন এক রেস্তোরাঁ। খাবারে নুন ছড়ানোর অদ্ভুত কায়দার জন্য তিনি ‘সল্ট বে’ নামে পরিচিত। আবার ইন্টারনেটে চর্চায় ‘সল্ট বে’।

তবে এবার চর্চা তাঁর রেস্তোরাঁর চড়া দামের কারণে। তাঁর রেস্তোরাঁয় নাকি সব পদের দাম খুব বেশি। এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক ১০ ডলার বা ৮০০ টাকা। ২ লিটারের বোতলের দামের ১০ গুণ বেশি। এখানেই শেষ নয়। মেন্যু কার্ড হার্ট অ্যাটাক দিতে পারে।

সোনার তবকে মোড়া বিফ স্টেক গোল্ডেন টোমাহকের দাম ১০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৮৩ হাজার টাকা। একজন ওই রেস্তোরাঁয় খেতে গিয়ে রেস্তোরাঁর বিলের ছবি দেন সোশাল মিডিয়ায়। তা দেখে নেটিজেনদের তির্যক মন্তব্য আবর্জনা বিক্রি হয় ওই রেস্তোরাঁয়। কেউ আবার সল্ট বের স্টেক বানানোর ভিডিয়ো দেখে বলেন। মাংস কাটার ছুরি অপরিষ্কার।