Alia Bhatt: হাতে চটি, আলিয়ার, তারপর কী হল?
মাঝরাস্তায় পড়ে সাংবাদিকের চপ্পল। হাতে তুলে এগিয়ে গেলেন আলিয়া ভাট। চটির মালিকের কাছে তা জমা দিয়ে তবেই শান্তি পেলেন অভিনেত্রী। আর আলিয়ার এই কাজেই হচ্ছে প্রশংসা। স্টারডমকে দূরে সরিয়ে অচেনা ব্যক্তির চটি হাতে প্রথম সারির অভিনেত্রী, এ দৃশ্য যে বিরল।
অঙ্গদের ইচ্ছে
‘লাস্ট স্টোরিজ ২’ দেখেছেন? এই মুহূর্তে চর্চায় এই অ্যান্থোলজি। সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী নীনা গুপ্ত। অঙ্গদ বেদীর অনস্ক্রিন প্রেমিকা ম্রুণাল ঠাকুর-এর ঠাকুমা হয়েছেন নীনা। এবার নীনার প্রশংসায় পঞ্চমুখ অঙ্গদ। স্পষ্টতই জানিয়ে দিলেন, সুযোগ পেলে ‘বয়স্ক’ নীনার সঙ্গেই রোম্যান্স করতে চান তিনি। বয়সের ফারাক এ ক্ষেত্রে তাঁর কাছে গুরুত্বহীন।
আবেগঘন সোহম
নির্বাচন মিটেছে, তবে দায়িত্ব মেটেনি। কখনও কলকাতা আবার কখনও বা চণ্ডীপুর, আপাতত এমন করেই দিন কাটছে বিধায়ক সোহম চক্রবর্তীর। তবে এরই মধ্যে আজ অর্থাৎ ১৪ জুলাই তাঁর জীবনে একটি বিশেষ দিন। আবেগঘন সোহম। হবেন নাই বা কেন? ছেলে আয়াংশের জন্মদিন আজ। ইনস্টাগ্রামে শেয়ার করলেন আবেগঘন পোস্ট।
সুচিত্রার রাগ
স্বামী শেখর কাপুরের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি। সে বহু বছর আগের কথা। সুচিত্রার ইঙ্গিত ছিল প্রীতি জিন্টার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্বামী। আজ এত বছর কেটে গেলেও তিক্ততা মেটেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার জীবনে প্রীতির কোনও অস্তিত্বই নেই।”
বিপাকে অনিন্দিতা
অনিন্দিতা রায় চৌধুরী–বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। ফেক প্রোফাইল নিয়ে জেরবার অভিনেত্রী। উগরে দিলেন বিরক্তি। একই সঙ্গে করলেন সাবধান। অনিন্দিতা জানান, তাঁর ছবি ও নাম ব্যবহার করে নানারকমের ফেক প্রোফাইলে তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, সেখান থেকে চলছে একের পর এক কু-কাজ।
শুভশ্রীর ‘ক্রেভিং’
চার মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চুটিয়ে করছেন কাজ। এরই সঙ্গে চলেছে ‘সেলফ কেয়ার’। ইদানিং স্বাদ বদলাচ্ছে তাঁর। সাধ হচ্ছে আচার খাওয়ার। আর ইচ্ছে হওয়া মাত্রই সামনে হাজির আচারের বয়াম। নায়িকা ইচ্ছেপূরণে তাঁরই কাছের বান্ধবী।
সলমনের ইচ্ছে
স্ত্রী অভিনেত্রী হলে নাকি অভিনয় ছাড়িয়ে দেবেন, বেশ কিছু বছর আগে এমনটাই মন্তব্য করেন সলমন খান। সম্প্রতি সেই পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই আরও একবার তীব্র হয়েছে বিতর্ক। সাধারণের প্রশ্ন, “কী করে এমন মন্তব্য করতে পারেন সলমন”?
‘ইয়ে দোস্তি…’
টলিপাড়ার গুঞ্জন রটেছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা যিশু সেনগুপ্তের বন্ধুত্বে নাকি ছেদ পড়েছে। যদিও সে সব অতীত। বর্ষার বিকেলে দুই বন্ধু মেতে উঠলেন জ্যাম সেশনে। সৃজিত বাজালেন মাউথ অর্গ্যান। অন্যদিকে সৃজিত বাজালেন ড্রাম।
চটি হাতে আলিয়া
মাঝরাস্তায় পড়ে সাংবাদিকের চপ্পল। হাতে তুলে এগিয়ে গেলেন আলিয়া ভাট। চটির মালিকের কাছে তা জমা দিয়ে তবেই শান্তি পেলেন অভিনেত্রী। আর আলিয়ার এই কাজেই হচ্ছে প্রশংসা। স্টারডমকে দূরে সরিয়ে অচেনা ব্যক্তির চটি হাতে প্রথম সারির অভিনেত্রী, এ দৃশ্য যে বিরল।
হলিউডে ধর্মঘট
গত ২ মে থেকে হলিউডে চলছে চিত্রনাট্যকারদের ধর্মঘট। মাঝে একদফা রফা হলেও চিত্রনাট্যকারদের সঙ্গে এ বার নিজেদের দাবিদাওয়া নিয়ে ধর্মঘটের ডাক দিলেন বড়পর্দা ও ছোটপর্দার অভিনেতারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’ সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গত চল্লিশ বছরে এত বড় কর্মবিরতি দেখেনি হলিউড।