Sanjay Dutta News: নতুন করে সঞ্জয়কে নিয়ে বিতর্ক, কী এমন করলেন অভিনেতা?
সলমন খানের পথেই হাঁটলেন সঞ্জয় দত্ত? বিমানবন্দরে উপস্থিত সঞ্জয়। তাঁকে দেখামাত্রই এক ভক্ত ছুটে এলেন ছবি তুলতে।
ট্রেন দুর্ঘটনায় শোকবার্তা
শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। শনিবার বিকেল ৫টা পর্যন্ত মৃত্যের সংখ্যা ২৬১। খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোকে ডুবে গোটা দেশ। তালিকা থেকে বাদ পড়লেন না ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। সলমন খান, মনোজ বাজপেয়ী, অক্ষয় কুমার সকলেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন।
বাংলাদেশ নিয়ে উদ্বেগে জয়া
ভারতে দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেসে কোনও বাংলাদেশের যাত্রী ছিলেন? থাকলে খোঁজ নেবেন কীভাবে? বাংলাদেশ সরকারের জারি করা বিবৃতি-সহ হেল্পলাইন নম্বর শেয়ার করলেন অভিনেত্রী জয়া আহসান। লিখলেন, কারও পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নিন।
বিতর্কে নাম জড়াল সঞ্জয়ের
সলমন খানের পথেই হাঁটলেন সঞ্জয় দত্ত? বিমানবন্দরে উপস্থিত সঞ্জয়। তাঁকে দেখামাত্রই এক ভক্ত ছুটে এলেন ছবি তুলতে। কিন্তু এ কী কাণ্ড, মুহূর্তে তাঁকে ঠেলে সরিয়ে দিলেন সঞ্জয় দত্ত। ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক নাম জড়ায় সঞ্জয় দত্তের।
বিতর্কে অঙ্কিতা
‘পবিত্র রিস্তা’ থেকে শুরু অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক। এখন তা অতীত। তবে হঠাৎ এমন কী কাণ্ড ঘটালেন অঙ্কিতা? ধারাবাহিকের ১৪ বছর পূর্ণ হল। স্মৃতিচারণ করলেন অঙ্কিতা, কিন্তু কোথাও থাকল না সুশান্তের উল্লেখ। এতেই মেজাজ হারালেন প্রয়াত অভিনেতার ভক্তরা।
রোডিজে এবার স্যান্ডি
আবারও রোডিজ় সফরে যুক্ত হলেন স্যান্ডি সাহা। ২০১৮ সালে তিনি রোডিজে যোগ দিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। এবার তিনি সোশ্যাল মিডিয়া সঞ্চালক হিসেবে জয়েন করলেন টিমকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রিয়্যালিটি শোয়ের প্রোমো। এখন দেখার নয়া ভূমিকায় কতটা নজর কাড়েন স্যান্ডি।
আরিয়ানের সেটে শাহরুখ
আরিয়ান খানের প্রথম ওটিটি সিরিজ স্টারডার্ম-এর কাজ চলছে পুরোদমে। কেমন কাজ করছে ছেলে? দেখতে এবার হাজির খোদ শাহরুখ খান। সেটেই পৌঁছে গেলেন তিনি। এই সিরিজ়ে ক্যামিও চরিত্রে অভিনয়ও করছেন হলিউডের ‘পাঠান’।
বাবা হলেন সিদ্ধার্থ
পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা সিদ্ধার্থ সেন। ছেলের নাম রাখলেন জোরাওয়ার। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করে তিনি লিখলেন, আমার সিম্বা। সন্তান ও তাঁর মা সুস্থ আছেন। ছেলের হাতে ১১টি আঙুল রয়েছে, সেকথাও শেয়ার করতে ভুললেন না। নেটিজেনদের মত, ছোট্ট হৃত্বিক রোশন।
ফতিমার সঙ্গে সম্পর্ক কেমন ইরার
ফতিমা সানা শেখের নামের সঙ্গে এখন জড়িয়েছে আমির খানের নাম। ফতিমার সঙ্গে কেমন সম্পর্ক আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা খানের? এক ছবিতেই স্পষ্ট হল সবটা। লাইমলাইট থেকে দূরে-থাকা ইরা একসঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করেছেন। ছবিতে লিখেছেন, “মে মাসের ছবিগুলো। এত গরম আর ভাল লাগছে না। আমার আম চাই।” পারিবারিক ফ্রেমে ফতিমাকে দেখে সকলেই এখন দুইয়ে-দুইয়ে চার করছেন।
প্রকাশ্যে রুক্মিনীর সত্যবতী লুক
টলিপাড়ার নয়া ব্যোমকেশ এবার দেব। চলছে রমরমিয়ে ছবির শুটিং। দেবের লুক সামনে এসেছে ইতিমধ্যেই। এবার সত্যবতীর পালা। রুক্মিনীর সঙ্গে ছবি শেয়ার করলেন পর্দার ব্যোমকেশ। জুটিকে দেখতে ভিড় জমাল নেটপাড়া।