Sanjay Dutt: চমকে গেলেন সঞ্জয় দত্ত
১৯৯৩-এ মুক্তি পায় সুভাষ ঘাইয়ের প্রযোজিত ছবি 'খলনায়ক'। সেই ছবিতে ইন্সপেক্টর রাম, গঙ্গা ও ভিলেন বল্লুর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। রামের ভূমিকায় ছিলেন জ্যাকি শ্রফ, গঙ্গার ভূমিকায় মাধুরী দীক্ষিত ও বলরাম প্রসাদ সঞ্জয় দত্ত।
১৯৯৩-এ মুক্তি পায় সুভাষ ঘাইয়ের প্রযোজিত ছবি ‘খলনায়ক’। সেই ছবিতে ইন্সপেক্টর রাম, গঙ্গা ও ভিলেন বল্লুর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। রামের ভূমিকায় ছিলেন জ্যাকি শ্রফ, গঙ্গার ভূমিকায় মাধুরী দীক্ষিত ও বলরাম প্রসাদ সঞ্জয় দত্ত। সন্ত্রাসবাদী বলরাম প্রসাদ ওরফে বাল্লুকে পাকড়াও করতে রাম ও গঙ্গার অভিযান।
খলনায়কের হিট গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। এই গানের শুটের দিন ঘটে এক অদ্ভুত ঘটনা। ঘড়ি ধরে প্যান্ট শার্ট পরে সেটে এসে হাজির হন সঞ্জয় দত্ত। কিন্তু সুভাষ ঘাই হঠাৎ বলে ওঠেন সঞ্জয়কে পরতে হবে ঘাগরা চোলি। চমকে ওঠেন সঞ্জয়! পরিচালক পরিষ্কার করেন গানের দৃশ্যায়নের প্রয়োজনে এরকম কস্টিউম প্ল্যান। অগত্যা লাল রঙের ঘাগরা চোলি পরে সেটে আসেন সঞ্জয় দত্ত। সম্প্রতি এই ছবি ৩০ বছর উদযাপনে একটি সেলিব্রেশানে একত্র হন সঞ্জয় দত্ত ও জ্যাকি শ্রফ। কথায় কথায় ৩০ বছর আগে ফিরে যান তাঁরা। দুই বলিউড তারকা বলছেন এই স্মৃতিচারণ যেন ওই ছবির প্রিমিয়ারের মতোই সুখদায়ক।