‘ছুঁচো মেরে হাত গন্ধ করব না’, এ কী বললেন শওকত
Saokat Molla on ISF: আইএসএফ আসার পর ভাঙড়ের পরিস্থিতি বদলে গিয়েছে বলে দাবি করেছেন শওকত মোল্লা। কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, তৃণমূল আইএসএফ-কে ভয় পাচ্ছে। সেই কারণে আতঙ্কিত হয়ে ভুল বকছে বলে দাবি শওকত নওশাদের।
পুলিশের একাংশকেই নিশানা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, তৃণমূল পুলিশকে বোমা বাঁধার খবর দিলে, সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। বোমা-বন্দুক গুলির রাজনীতি তৃণমূল চাইছে না বলে দাবি করে শওকত বলেন, “আইএসএফ আসার পর পরিস্থিতি বদলেছে ভাঙড়ে।”
মঞ্চ থেকে শওকত বলেন, “পুলিশের একাংশকে ধিক্কার জানাই। আমরা প্রশাসনকে বলছি। তাদের কাছে খবর চলে যাচ্ছে। আমরা বোমা-বন্দুক চালাতে চাই না।
আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না।” সরাসরি তোপ দেগে শওকত বলেন, “আইএসএফ-কে শেষ করে দিতে সময় লাগবে না। কিন্তু ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না।”