Basirhat News: স্কুল ক্লার্কই নিচ্ছে কাটমানি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 21, 2023 | 2:50 PM

নিয়োগ দুর্নীতিকাণ্ডে রেহাই নেই সুজয় কৃষ্ণ ভদ্রর। 'লিপস এন্ড বাউন্ডস'এর অফিসে তল্লাশির পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে কোথায় চলেছে টাকার লেনদেন, কীভাবে 'লিপস এন্ড বাউন্ডস এর সঙ্গে যোগসূত্র রয়েছে কালীঘাটের কাকুর, তারই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযান।

Basirhat News: স্কুল ক্লার্কই নিচ্ছে কাটমানি!

Follow Us

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ হাই স্কুলের ঘটনা। অভিযোগ, স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল ও স্কুলের কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মন্ডল দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে রুপশ্রী ও কন্যাশ্রীর টাকা, ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছুদিন ধরে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রছাত্রীর কাছ থেকে ৫০০ থেকে শুরু করে দুই হাজার টাকা করে প্রত্যেকের কাছ থেকে নিয়েছে। এই খবর জানাজানি হতেই ছাত্র-ছাত্রী অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের কেরাণী ভবেশ মন্ডল সেই টাকা ফেরত দিতে গেলে ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে সরকারি প্রকল্প সবার জন্য যেখানে কোন অর্থ লাগে না। তারপরেও কি করে ক্লার্ক ও স্কুলের কম্পিউটার প্রশিক্ষক এই টাকা তুলে আত্মসাৎ করলন? অভিভাবকদের অভিযোগ, স্কুলের ক্লার্ক ও কম্পিউটার প্রশিক্ষক বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে। ইতিমধ্যে বিষয়টি ছাত্র-ছাত্রীরা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে। এই বিষয়ে স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল ও কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধান শিক্ষক এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি যেভাবে সরকারি প্রকল্পের সুবিধা বিনামূল্যে ছাত্রছাত্রীরা পাওয়ার কথা সেখানে কেন এই অর্থটা তোলা হলো? তদন্ত শুরু করেছে যোগেশগঞ্জ হাই স্কুলের পরিচলন সমিতি থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ।

Next Video