Murshidabad: ‘স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না’, আতঙ্কে মায়েরা

| Edited By: সোমনাথ মিত্র

Apr 17, 2025 | 1:27 PM

পুড়িয়ে দিয়েছে ব‌ইখাতা, ইউনিফর্ম, অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল। মুর্শিদাবাদের বেতবোনার ছোট ছোট ছেলেমেয়েদের মন খারাপ। বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে অন্যের বাড়ি। মায়েরা বলছে, “স্বাধীনতা পাইনা। আতঙ্কে বাড়িতে ঘুমোতে পারছিনা। কিছুই নেই বাড়িতে। চলে যাচ্ছি। বাচ্চাগুলো তো থাকবে বেঁচে।” দেখুন ভিডিয়ো

পুড়িয়ে দিয়েছে ব‌ইখাতা, ইউনিফর্ম, অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল। মুর্শিদাবাদের বেতবোনার ছোট ছোট ছেলেমেয়েদের মন খারাপ। বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে অন্যের বাড়ি। মায়েরা বলছে, “স্বাধীনতা পাইনা। আতঙ্কে বাড়িতে ঘুমোতে পারছিনা। কিছুই নেই বাড়িতে। চলে যাচ্ছি। বাচ্চাগুলো তো থাকবে বেঁচে।” দেখুন ভিডিয়ো