Local Train Cancel: ২ জানুয়ারি থেকে চলবে না এই লোকাল ট্রেনগুলি, চরম ভোগান্তি গ্রাহকদের
Indian Railways: বড়দিনের আগে খারাপ খবর। নতুন বছরের শুরু থেকে খড়্গপুর-বেলদা, বাঁকুড়া, খড়্গপুর-ঝাড়গ্রাম, বিষ্ণুপুর-ধানবাদ মেমু, ধানবাদ-বাঁকুড়া, বাঁকুড়া-ময়নাপুর মেমু, ঝাড়গ্রাম-পুরুলিয়া, চক্রধরপুর-রাউরকেল্লা মেমু, রাউরকেল্লা-ঝাড়সুগুদা সহ একাধিক ট্রেন। অনির্দিষ্টকালের জন্য এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে।
বড়দিনের আগে খারাপ খবর। দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। অনির্দিষ্টকালের জন্য এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। নতুন বছরের শুরু থেকে খড়্গপুর-বেলদা, বাঁকুড়া, খড়্গপুর-ঝাড়গ্রাম, বিষ্ণুপুর-ধানবাদ মেমু, ধানবাদ-বাঁকুড়া, বাঁকুড়া-ময়নাপুর মেমু, ঝাড়গ্রাম-পুরুলিয়া, চক্রধরপুর-রাউরকেল্লা মেমু, রাউরকেল্লা-ঝাড়সুগুদা সহ একাধিক ট্রেন। কবে থেকে এই ট্রেনগুলি আবার চালু হবে বা আদৌ চালু হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়বেন যাত্রীরা।
Published on: Dec 24, 2025 06:29 PM