Kajol On Shah Rukh Khan: শাহরুখের গোপন কথা জানালেন কাজল

| Edited By: Tapasi Dutta

Oct 01, 2023 | 2:32 PM

১৯৯৫এ মুক্তি পায় শাহরুখ খান ও কাজলের ব্লক বাস্টার দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। শাহরুখ কাজল জুটির একাধিক প্রেমের ছবি দর্শকদের মনে আজও উজ্জ্বল। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেধেছেন কিং খান। কিন্তু কাজলের সঙ্গে তাঁর রসায়ন আজও স্পেশাল।

১৯৯৫এ মুক্তি পায় শাহরুখ খান ও কাজলের ব্লক বাস্টার দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। শাহরুখ কাজল জুটির একাধিক প্রেমের ছবি দর্শকদের মনে আজও উজ্জ্বল। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেধেছেন কিং খান। কিন্তু কাজলের সঙ্গে তাঁর রসায়ন আজও স্পেশাল। ডিডিএলজে নিয়ে এক গোপন তথ্য ফাঁস করলেন কাজল।

ডিডিএলজের পোস্টারে দেখা গিয়েছিল শাহরুখের কাঁধে কাজল। সেই কাঁধে তোলা নিয়েই মুখ খুললেন কাজল। পোস্টার শুটের সময়ে কাজল শাহরুখকে জিজ্ঞাসা করেন তিনি কাজলকে তুলতে পারবেন কিনা। শাহরুখ বলেন কোনও অসুবিধে নেই। তিনি কাজলকে অনায়াসে তুলতে পারবেন। শুটের সময়ে তাঁর সমস্যা বুঝতে দেননি শাহরুখ খান। পরে বেশ কিছুদিন ফ্রোজেন শোল্ডারে ভোগেন সিনেমার রাজ। সেই ঘটনার কথা মনে করে আজও খারাপ লাগে সিনেমার শিমরনের। ডিডিএলজের পর শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখা যায় ‘দিলওয়ালে’তে।

Published on: Oct 01, 2023 02:25 PM