Vaishno Devi Temple: এই মন্দিরে আশীর্বাদ নেন শাহরুখ
পাঠান কিংবা জওয়ান মুক্তির আগে শাহরুখ খান এখানে পুজো দেন। জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির। দিনে রাতে অগণিত দর্শনার্থী ভিড় জমান এই মন্দিরে। মাতা বৈষ্ণোদেবীর আহবানে ভক্তেরা গেয়ে ওঠেন 'মাতা নে বুলায়া হ্যায়'।
পাঠান কিংবা জওয়ান মুক্তির আগে শাহরুখ খান এখানে পুজো দেন। জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির। দিনে রাতে অগণিত দর্শনার্থী ভিড় জমান এই মন্দিরে। মাতা বৈষ্ণোদেবীর আহবানে ভক্তেরা গেয়ে ওঠেন ‘মাতা নে বুলায়া হ্যায়’। হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব কালি পুজো ও দুর্গাপুজো নবরাত্রিতে এই তীর্থক্ষেত্রে তিল ধারনের ঠাঁই থাকে না। লজ, হোটেল ছাড়া এখানে রয়েছে বহু ধর্মশালা। আছে বেশ কিছু আশ্রমও।
হোটেল বেশ খরচ সাপেক্ষ। তাই থাকতে পারেন আশ্রম বা ধর্মশালায়। আছে বহু প্রাচীন ধর্মশালা। তার মধ্যে জনপ্রিয় মঙ্গল ভবন ধর্মশালা। এখানে থাকা খাওয়া ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আছে। হোটেলের চেয়ে কোন অংশে কম নয় এখানকার স্বাচ্ছন্দ্য। লিফটের ব্যবস্থাও রয়েছে। কাটরা বাজার থেকে মাত্র ১ কিলোমিটার দূরে এই ধর্মশালা। ঘর ভাড়া নন এসি ৪০০ থেকে ৬০০ টাকা। এসি ঘর ৭০০ থেকে ১০০০ টাকা । কাটরা পুরোপুরি নিরামিষাসী।