Shakti Kapoor: ফিল্ম ইন্সটিটিউটে মিঠুনের মারাত্মক র্যাগিং শক্তিকে
পর্দার খল নায়ক শক্তি কাপুর। তাঁকেও র্যাগড হতে হয়েছিল! আর সেই র্যাগিংয়ের অভিযোগ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশুনো করতে আসেন শক্তি কাপুর। রাকেশ রোশন ছিলেন তাঁর সহপাঠী। রাকেশের সঙ্গেই এফটিআইআইয়ের হস্টেলে আসেন শক্তি। তখন মিঠুন চক্রবর্তী বন্ধুদের সঙ্গে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা র্যাগিং করেন।
পর্দার খল নায়ক শক্তি কাপুর। তাঁকেও র্যাগড হতে হয়েছিল! আর সেই র্যাগিংয়ের অভিযোগ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশুনো করতে আসেন শক্তি কাপুর। রাকেশ রোশন ছিলেন তাঁর সহপাঠী। রাকেশের সঙ্গেই এফটিআইআইয়ের হস্টেলে আসেন শক্তি। তখন মিঠুন চক্রবর্তী বন্ধুদের সঙ্গে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা র্যাগিং করেন।
শক্তি কাপুরের চুল কেটে ঘরে বন্ধ করে রাখেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের কাছে দয়া ভিক্ষা করতে বাধ্য হন শক্তি কাপুর। সম্প্রতি এক পডকাস্টে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানিয়েছেন শক্তি কাপুর। শক্তি বলেন তিনি ও রাকেশ হস্টেলে ডুকে দেখেন মিঠুন ব্যায়াম করছেন। শক্তি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন ও বিয়ার পানের প্রস্তাব দেন। উত্তরে মিঠুন জানান তিনি মদ্যপান করেন না। এফটিআইআইয়ের হস্টেলের র্যাগিংয়ের এই স্মৃতি আজও খলনায়কের মনে ভয় ধরায়।
Latest Videos