Shanti priya : অক্ষয়ের বিরুদ্ধে বিস্ফোরক শান্তিপ্রিয়া
বলিউড অভিনেত্রী শান্তিপ্রিয়া অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন ইক্কে পে ইক্কা ছবিতে। শান্তিপ্রিয়া বেশ কিছু অভিযোগ করেন অক্ষয় কুমারের বিরুদ্ধে। শান্তিপ্রিয়া একটি সাক্ষাৎকারে জানান, তাঁর গায়ের রঙ কালো বলে মন্তব্য করেন অক্ষয়।
বলিউড অভিনেত্রী শান্তিপ্রিয়া অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন ইক্কে পে ইক্কা ছবিতে। শান্তিপ্রিয়া বেশ কিছু অভিযোগ করেন অক্ষয় কুমারের বিরুদ্ধে।
শান্তিপ্রিয়া একটি সাক্ষাৎকারে জানান, তাঁর গায়ের রঙ কালো বলে মন্তব্য করেন অক্ষয়। এই মন্তব্য অপমানজনক বলে মনে করেন তিনি। অভিনেত্রী জানান, ইক্কে পে ইক্কার ছবিতে অভিনয়ের সময় তিনি ছোট পোশাক পরেন। সেই পোশাকে শান্তিপ্রিয়ার হাঁটু খানিকটা বেরিয়েছিল। সেই সময় সবার সামনে অক্ষয় তাঁকে জিজ্ঞেস করেন তাঁর হাঁটুতে আঘাত লেগেছে কি না। তারপর তিনি শান্তিপ্রিয়াকে বলেন তাঁর গায়ের রঙ কালো। সেই কথা শুনে সবাই হেসে ছিল। শান্তিপ্রিয়া বডি শেমিং নিয়ে বেশ কিছু কথা বলেছেন। শান্তির দাবি,দক্ষিণের সিনেমার পরিচালকরা স্থূল মেয়ে চেয়েছিলেন তাঁদের ছবির জন্য। আর যখন স্লিম মেয়ের দরকার হত,তখন তাঁরা বোম্বে আসতেন। অভিনেত্রী আরও জানান,দক্ষিণের ইন্ডাস্ট্রিতে সুন্দর দেখতে মেয়েদের অভিনয়ের জন্য নেওয়া হত। তিনি ও তাঁর বোন ভানুপ্রিয়া সেখানে অনেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তাঁদের জিরো ফিগার কখনওই ছিল না। তাও সেখানে তাঁরা অনেক কাজ করেছেন।