Basirhat News: পাওনা টাকা চাইতে গিয়ে…

বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দণ্ডীরহাট এলাকার ঘটনা। রবিবার গভীর রাতে ঐ এলাকায় তাস খেলা চলছিল। বছর ৪০ এর ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজী এক ব‍্যক্তির কাছে পাওনা টাকা চাইতে যায়।

| Edited By: Tapasi Dutta

Sep 25, 2023 | 6:09 PM

বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দণ্ডীরহাট এলাকার ঘটনা। রবিবার গভীর রাতে ঐ এলাকায় তাস খেলা চলছিল। বছর ৪০ এর ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজী এক ব‍্যক্তির কাছে পাওনা টাকা চাইতে যায়। তারপরেই টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বোমাবাজি গুলি চলে। এলাকার এক যুবক বছর ৩৫ এর আলিম সরদার ঘটনাস্থলে গেলে সে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল, তারপর শারীরিক অবনতি হলে তাকে কলকাতার আর.জি.করে স্থানান্তরিত করা হয়েছে।

এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এখানে জুয়ার ঠেক বসে ঐ এলাকায়। গভীর রাত পর্যন্ত তাস খেলা চলে। সেখানেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। প্রশ্ন উঠছে গভীর রাতে ওই ব্যবসায়ী কেন ওই তাস খেলার ঠেকে গেল? তাহলে কি ব্যবসায়ীর সঙ্গে ওই দুষ্কৃতীদের সম্পর্ক আছে? তাই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জখম ব্যবসায়ী বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। তাহলে দু’পক্ষের টাকা নিয়ে বচসার জেরে এই গন্ডগোলের সূত্রপাত? না এর পিছনে কোন ব্যবসায়ী সংক্রান্ত বিবাদ রয়েছে? না পুরনো শত্রুতার জের? এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে বোমার খোল উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দণ্ডীরহাট এলাকার ঘটনা। রবিবার গভীর রাতে ঐ এলাকায় তাস খেলা চলছিল। বছর ৪০ এর ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজী এক ব‍্যক্তির কাছে পাওনা টাকা চাইতে যায়। তারপরেই টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বোমাবাজি গুলি চলে। এলাকার এক যুবক বছর ৩৫ এর আলিম সরদার ঘটনাস্থলে গেলে সে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল, তারপর শারীরিক অবনতি হলে তাকে কলকাতার আর.জি.করে স্থানান্তরিত করা হয়েছে।

এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এখানে জুয়ার ঠেক বসে ঐ এলাকায়। গভীর রাত পর্যন্ত তাস খেলা চলে। সেখানেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। প্রশ্ন উঠছে গভীর রাতে ওই ব্যবসায়ী কেন ওই তাস খেলার ঠেকে গেল? তাহলে কি ব্যবসায়ীর সঙ্গে ওই দুষ্কৃতীদের সম্পর্ক আছে? তাই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জখম ব্যবসায়ী বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। তাহলে দু’পক্ষের টাকা নিয়ে বচসার জেরে এই গন্ডগোলের সূত্রপাত? না এর পিছনে কোন ব্যবসায়ী সংক্রান্ত বিবাদ রয়েছে? না পুরনো শত্রুতার জের? এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে বোমার খোল উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।